জনগনের প্রত্যক্ষ ভোটে - TopicsExpress



          

জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেছে ধর্মনিরপেক্ষ সেনাবাহিনী এবং তার সাথে আরেকজন মোবারককে(Top judge) ক্ষমতায় বসিয়ে দিয়েছে। দূরমিশরে মানুষের এই পরাজয়ে আমি ব্যথিত এবং মর্মাহত। আমার দেশের কোন দলের প্রতি সমর্থন রাখতে কষ্ট হলেও আমি নিজেকে মুসলিম ব্রাদারহুডের একজন কর্মী-সমর্থক মনে করতাম। তুরস্কের পর মিশরেও যখন ব্রাদারহুড ক্ষমতায় এসেছিল সে দিন আমি খুব আনন্দিত হয়েছিলাম। তার আগে যখন মোবারকের পতন হয়েছিল তখন বন্ধুদের আপ্যায়ন করে আনন্দ ভাগ করেছিলাম। আজ সে আনন্দ দারুণ বিষাদে পরিনত হয়েছে। আমি ক্রুদ্ধ,ব্যথিত,আহত এবং মর্মাহত; মানুষের আপাতকালীন এই পরাজয়ে। সেক্যুলারদের(ইহলোকিকতা বাদী) প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। একজন মুরসীর পতনে তারা শয়তানের সাথে সন্ধি করেছে। এই অশুভ শক্তিই তুরস্কে জনগনের ভোটে নির্বাচিত ইসলামপন্থী সরকারকে বারে বারে ক্ষমতা চ্যুত করার পরও আজ তুরস্কে ইসলামী সরকার জনগনের রায় নিয়ে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত। নিশ্চয় সে দিন আর দূরে নয় যে দিন মিশরেও সেক্যুলারদের পরাজিত করে সত্য(ইসলাম) একদিন বিজয় অর্জন করবে।
Posted on: Thu, 04 Jul 2013 14:31:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015