জন্মদিনে স্মরণ - TopicsExpress



          

জন্মদিনে স্মরণ করি.... পৃথ্বীরাজ কাপুর (৩ নভেম্বর, ১৯০১ – ২৯ মে ১৯৭২) ছিলেন ভারতীয় থিয়েটার এবং হিন্দি সিনেমা সিল্পের অগ্রদূত। তিনি হিন্দি চলচ্চিত্রের নির্বাক যুগে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। এছাড়াও তিনি ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৪৪ সালে মুম্বাই অঞ্চলের চলমান থিয়েটার কোম্পানি পৃথ্বী থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন।তিনি হিন্দি চলচ্চিত্রের কাপুর পরিবারের পিতৃব্য ছিলেন, যেই পরিবারটি চার প্রজন্ম যাবত হিন্দি চলচ্চিত্র শিল্পের অভিনয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতীয় সরকার ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তাকে ১৯৬৯ সালে পদ্মভূষণ এবং ১৯৭১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন। Remebering on Birth Anniversary... Prithviraj Kapoor (3 November 1906 – 29 May 1972) was a pioneer of Indian theatre and of the Hindi film industry, who started his career as an actor, in the silent era of Hindi cinema, associated with IPTA as one of its founding members and who founded the Prithvi Theatres, a travelling theatre company based in Mumbai, in 1944.He was also the patriarch of the Kapoor family of Hindi films, four generations of which family, beginning with him, have played active roles in Hindi film industry. The Government of India honoured him with the Padma Bhushan in 1969 and the Dadasaheb Phalke Award in 1971 for his contributions towards Indian cinema.
Posted on: Mon, 03 Nov 2014 09:36:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015