জন্মসূত্রে আমি - TopicsExpress



          

জন্মসূত্রে আমি বাংলাদেশী| বছরের প্রতিটা দিন উল্লাস করলেও আমি আজকের দিনে উল্লাস করতে পারিনা| ইতিহাস বলে আজ শোকের দিন| সবকিছু অস্বীকার করলেও ইতিহাস অস্বীকার করা যায়না| বঙ্গবন্ধু বাঙালী জাতিকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন| তিনি সত্যিকারের একজন নেতা ছিলেন| একথা আপনি মানতে বাধ্য যে, বঙ্গবন্ধু একজন মহান নেতা ছিলেন| যে বা যারা আজ উল্লাস করে তারা দেশ ও জাতির কাছে বেঈমান| তাদের কৃতজ্ঞতা নেই| বঙ্গবন্ধু উনার জীবনে আগে পরে যা করেছেন সব বাদ দিয়ে শুধু একাত্তরে যা করেছেন সেটার জন্যই উনাকে শ্রদ্ধাভরে স্মরন করা উচিত| বঙ্গবন্ধু কে নিয়ে বড় কিছু লিখবনা শুধু কয়টি লাইন বলি......... "কালো ব্যাজ খুলে ফেলো পারলে উড়াও রঙিন বেলুন আজ বঙ্গবন্ধুর পুনর্জন্মদিন গাও মহান নেতার জয়গান| যতদিন বাংলাদেশ রবে ততদিন মুজিবের নাম থাকবে; শ্রদ্ধা ভরে স্মরন করবে জনগন বঙ্গবন্ধু নাম থাকবে অমলিন||"
Posted on: Thu, 15 Aug 2013 07:05:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015