জবির ‘সি’ ইউনিটের আসন - TopicsExpress



          

জবির ‘সি’ ইউনিটের আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়’র (জবি) বাণিজ্য অনুষদের (‘সি’ ইউনিট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর শুক্রবার বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মোট ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দিন যা লাগবে: পরীক্ষার্থীকে অবশ্যই এইচ.এস.সি. অথবা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার দুই কপি ফটোকপি (সত্যায়িত নয়) পরীক্ষার্থীর দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির (সত্যায়িত নয়) পেছনে পরীক্ষার্থীর নাম। ঝগঝ-এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখতে হবে। ছবি দুটির প্রতি আলাদাভাবে ফটোকপি করা রেজিস্ট্রেশন কার্ডের বাম দিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে। পরীক্ষার হলে মোবাইল বা অন্য কোন ইলেকটনিক্স ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস হলো: ১৩০০০০১ থেকে ১৩০৯৬৩৫ পর্যন্ত এবং ম্যানুয়াল ১৩৪৫২০০ থেকে ১৩৪৫২০৭ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ১৩০৯৬৩৬ থেকে ১৩১০৯৩৫ পর্যন্ত পোগেজ স্কুলে (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন), ১৩১০৯৩৬ থেকে ১৩১১৯৩৫ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা), ১৩১১৯৩৬ থেকে ১৩১২৯৩৫ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার, ঢাকা), ১৩১২৯৩৬ থেকে ১৩১৪৪৩৫ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (লোহারপুল, ১২ অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া, ঢাকা), ১৩১৪৪৩৬ থেকে ১৩১৫৮৩৫ পর্যন্ত উদয়ন স্কুলে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা), ১৩১৫৮৩৬ থেকে ১৩১৭০৮৫ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস, ঢাকা), ১৩১৭০৮৬ থেকে ১৩১৭৮২১ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা), ১৩১৭৮২২ থেকে ১৩১৯০২১ পর্যন্ত আজিমপুর গালর্স স্কুল এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা), ১৩১৯০২২ থেকে ১৩২০৫২১ পর্যন্ত অগ্রণী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা), ১৩২০৫২২ থেকে ১৩২৩৩২১ পর্যন্ত বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বক্শীবাজার, ঢাকা), ১৩২৩৩২২ থেকে ১৩২৪৮২১ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর, ঢাকা), ১৩২৪৮২২ থেকে ১৩৩০৮২১ পর্যন্ত ইডেন মহিলা কলেজে (আজিমপুর, ঢাকা), ১৩৩০৮২২ থেকে ১৩৩৩৮২১ পর্যন্ত ঢাকা কলেজে (ঢাকা), ১৩৩৩৮২২ থেকে ১৩৩৫৮২১ পর্যন্ত শেখ বোরহানদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (নাজিমউদ্দিন রোড, চাঁনখারপুল, ঢাকা), ১৩৩৫৮২২ থেকে ১৩৩৭৩২১ পর্যন্ত মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে (শাহজাহানপুর, ঢাকা), ১৩৩৭৩২২ থেকে ১৩৩৮৯২১ পর্যন্ত মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল, ঢাকা), ১৩৩৮৯২২ থেকে ১৩৪০৩২১ পর্যন্ত ঢাকা সিটি কলেজে (ঢাকা), ১৩৪০৩২২ থেকে ১৩৪২০২১ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড, ঢাকা), ১৩৪২০২২ থেকে ১৩৪৪০২১ পর্যন্ত টিচার্স ট্রেনিং কলেজে (মিরপুর রোড, ঢাকা) এবং ১৩৪৪০২২ থেকে ১৩৪৫১৯৯ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে(কলেজগেট, ঢাকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website- jnu.ac.bd পাওয়া যাচ্ছে।
Posted on: Mon, 11 Nov 2013 18:56:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015