জমিয়তে উলামায়ে ইসলাম - TopicsExpress



          

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কি ঘটল ৫ অক্টোবর সিলেট আলীয়া মাঠে ভোর থেকে রীমজিম বৃষ্টি থাকা সথ্যেও সিলেটের প্রতান্ত এলাকা থেকে ১৮দলের নেতা কর্মী সহ সাধারন মানুষ আসছে আলীয়া মাঠে,মাঠে উত্তর সাইটে অবস্তান নে ইসলামী নামধারী ছাত্র সংঠন শিবির,সাংবাদিক গেলারীর সামনে মাঠের মধ্যখানে ছাত্র জমিয়তের কর্মীরা ও তাদের পিছনে ও মাঠের দক্ষিন দিকে ছাত্র দলের কর্মীরা।বেলা ১২,৩০ তখন মাইকে ঘোষনা এলো যে সবাই যেন তাদের প্লেকার্ড নামিয়ে নেন,কিন্তু শিবির তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী তারা তাতে কর্নপাত করেনি যার ফলে ছাত্র দল ও শিবিরের মাঝে শুরু হয় দ্বন্দ,এই সময় ছাত্র জমিয়তের কর্মীরা হতাৎ এই অবস্তা দেখে শংকিত হয়,অনেক কর্মী সাথে সাথে অবস্তা অবলুকন করে স্তান ছেড়ে চলে যায় কিন্তু তার পরেও শত শত জমিয়ত কর্মী তাদের সাদা কালো পতাকা হাতে নিয়ে অবস্তানে ঠিকে থাকে।শিবির নেতারা মাইকে অনেক ঘোষনার পর তারা একটু শান্ত হয়।কিন্তু তাদের কুঅভ্যাসের কারনে আবার তারা মাঠে থাকা সাধারন মানুষের প্রতি ও দৃষ্টি না দিয়ে তাদের পায়ে থাকা জুতা ছুড়ে মারে,পরে বিএনপির নেতারা জামায়েতের নেতাদের কে বলেন যে,দেখুন এখন কারা বিশৃংখলা করছে।পরে তাদের অনেক নেতার হুশিয়ারী উচ্চারনের দ্বারা শান্ত হয়।প্রমান হলো এরা কোন ইসলামী সংঠন না তাই তো বেগম যিয়ার সেই কথাটি মনে পড়ছে যে,"েই জামাতই সেই সময় আমাদের বিপক্ষে আন্দোলন করেছে"।
Posted on: Sun, 06 Oct 2013 17:18:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015