জমকালো Closing Ceremony এর মাধ্যমে - TopicsExpress



          

জমকালো Closing Ceremony এর মাধ্যমে শেষ হয়ে গেল ACM ICPC Asia Regional Dhaka Site Event 2014 আয়োজনে IBM and BUBT প্রথমে আমি অভিনন্দন জানাই এবারের চ্যাম্পিয়ন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী সেই টিমকে । অভিনন্দন জানাই সকল অংশগ্রহণকারী Contestant দের যাদের অংশগ্রহনে মুখরিত হয়েছিলো আয়োজনটি । অভিনন্দন জানাই সেই মহান শিক্ষক ও আমার Icon আমাদের প্রিয় দিপু স্যারকে যার গঠনমূলক তত্ত্বাবধানে BUBT ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন সফল সমাপ্ত করতে সক্ষম হল । আমি আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ দিতে চাই আমাদের চেয়ারম্যান Mohammad Raisul Alam স্যার সহ Orko Khokon, Shoeb Sazib, Mahfuzul Haque, Mir Ripon, Atick Mahamud Rasel, Suman Saha, Samim Mahbub, Blockhead Hasnat, Engrid Mii স্যার এবং আমাদের প্রিয় কাশফিয়া সাইলুনাজ প্রিয়তা, Afsana Ahmed, Sabiha Firdaus ম্যামদের । যাদের অক্লান্ত তত্ত্বাবধান ও বাবস্থাপনায় আয়োজনটি এক কথায় পরিপূর্ণ হয়েছিল । আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ Excursion & Indoor Event সাব কমিটির Chip Convener ও আমার শ্রদ্ধেয় শিক্ষক Md Mahbubur Rahman ও Syfe Mahfuz স্যারদের প্রতি, ওনাদের সুগাঠনিক তত্ত্বাবধান ও সহযোগিতা এক কথায় দারুন ছিলো । National Botanical Garden, Mirpur এ আপনাদের দেয়া এত দারুন মুহূর্তগুলো সত্যি স্মরণীয় হয়ে থাকবে, ধন্যবাদ স্যার । এই দারুন আনন্দের ও সকল ইভেন্ট ম্যানেজমেন্ট কাজে আমার প্রানের দোস্ত ও Green Leaf Events এর পরিচালক Walid Nirjhor আর আমার সবচেয়ে আদরের ছোট ভাই Rifat Talukder কে সাথে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওদের প্রতি । আমাদের সম্মিলিত পরিকল্পনায় করা সব আয়োজনই সফল ও বেষ্ট ছিল । আমার সব দোস্ত Anam Sayam, Arafat Rana, সাহারা আলম, Nazmus Sakib, Shahid Kaabir ও Habiba Sultana অনেক পরিশ্রম করেছে ইভেন্টের সৌন্দর্য বাড়াতে । অনেকটা দিন এক সাথে কত কিছু করলাম যার সবটাই দারুন ছিল । আমার আদরের ছোট ভাইবোন ও আয়োজনের পরিশ্রমী সহকর্মী ফটোগ্রাফার MD Sohel সহ প্রতীক রহমান, সাইকো নাযমুল হাসান, Emran Julfikar, Misbah Himel সহ ২৪ জন কে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা । তোমরা নিশ্চয়ই অনেক কিছু শিখেছ আশাকরি ? আমার স্নেহের ছোট বোন তাপসি, Montora, Neha, Tammi কে অনেক ধন্যবাদ । অনেক বেশি আর কঠিন কাজ গুলো মানে হয় তোরাই করাছিস । আবারো আমরা অনেক কিছু করব আর আড্ডা দিব যে আড্ডা আমরা সবাই অনেক মিস করেছি । আমার আরেক জিনিয়াস ক্রিয়েটিভ ছোট ভাই Fazlay Moon ও ওর টিমের Numan, Sakib ও Wáhíd Khan কে অনেক ধন্যবাদ । ওদের বানানো প্রামাণ্যচিত্র আয়োজনের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে । Opening Ceremony এর কনসার্টের বিষয়ে আমাকে ক্রিটিসাইট করা সকলের কাছে আমরা বা আমি অত্যন্ত দুঃখিত । আয়োজনটির সার্বিক দায়িত্ব ছিল মহামান্য সিনিয়র শিক্ষকদের । এত দারুন একটা Closing Ceremony শেষে BUBT - Bangladesh University of Business & Technology এর মহামান্য সেক্রেটারি, ভি,সি স্যার, প্রোক্টর স্যার, ডিন স্যার ও সকল ট্রাষ্ট মেম্বারদের সাথে ডিনার টাইমের কর্পোরেট আড্ডাটা খুব উপভোগ করেছি । সকল গেস্টদের ডিনারের পরে দিপু স্যার ও অন্যান্য শিক্ষকদের সাথে বুফে ডিনারে চেয়ারম্যান স্যারের পাশে ডিনারে বসা আমায় মুখে তুলে দেয়া খাবার ও দিপু স্যারের দেয়া কমলার কোয়াটা আমার জীবনের কয়েকটা দারুন খাবারের মধ্যে অন্যতম ছিল । আমার ভালবাসার বড় ভাই পথপ্রদর্শক Fahad Fahad ভাইয়ার রাগ করে ডিনার না করে চলে যাওয়াতে খুব খারাপ লাগছে । ডিনার টাইমে সৌভাগ্যক্রমে Risat Rajin ভাইকে পেয়ে তার সাথে ডিনার শেয়ার করে খুব ভাল লেগেছে । আর সবচেয়ে বেশি মিস করেছি আমার আরেক দোস্ত Shahriar Leo কে, মামা তোর এটলিস্ট ডিনার টাইমে উপস্থিত থাকা উচিৎ ছিল । ডিনার শেষে দিপু স্যার ও চেয়ারম্যান স্যারের সাথে মজার আলোচনা ও সকল কাজ শেষ করে অনেক রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে অনেকের ট্যাগ দেয়া সার্থকতার স্ট্যাটাস পড়ে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে । সত্যি ACM ICPC 2014 ইভেন্টের দিনগুলো ক্যাম্পাস জীবনের অনেক মূল্যবান কিছু স্মৃতি হয়ে থাকবে । অসম্ভব সুন্দর সমাপ্তি :)
Posted on: Sat, 06 Dec 2014 22:26:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015