জয় দাদা বাবু বলেছেন, - TopicsExpress



          

জয় দাদা বাবু বলেছেন, ক্ষমতায় থেকে সাফল্য দেখানো সহজ নয়। তবুও বাংলার জনগণ তিন দিন পর এক নতুন চমক দেখতে পাবে । জয় দাদা বাবু ! আপানাদের সরকার প্রতিদিন নিত্য নতুন চমক দেখাচ্ছে । ইসলামী নেতৃবৃন্দদের প্রহসনের ফাঁসির রায়, ৫ মে হেফাজত হত্যাকাণ্ড, পদ্মা সেতু দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালি ব্যাংক লুটপাট, অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম, রানা প্লাজা, এইরকম অনেক চমক আপনারা এতদিন দেখিয়েছেন যা এইখানে লিখে শেষ করা যাবে না। এখন যখন আবার চমকের কথা বলছেন সত্যি বাংলাদেশের একজন সাধারন নাগরিক হিসাবে খুব আতংকিত বোধ করছি। না জানি আমাদের কপালে কি দুর্ভোগ অপেক্ষা করছে ! আমরা চমক চাইনা --- আমরা হাসিনা মুক্ত বাংলা চাই ! জয় দাদা বাবু ! তাছাড়া চমক বল সাবান দিয়ে বাংলাদেশের জনগণ আপনাদের ধৌতও করে চমক দেখাবে, আগামী নির্বাচনে ! ৩০০ টা ফেছেবুক পেজ আপনাদের বাঁচাতে পারবেনা !
Posted on: Fri, 13 Sep 2013 03:16:45 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015