জ্যামিতির প্রাথমিক - TopicsExpress



          

জ্যামিতির প্রাথমিক বিষয়সমূহঃ বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ। বিন্দুঃ যার কেবল অবস্থান আছে; দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা (বা বেধ) কিছুই নেই তাকে বিন্দু বলে। যেমনঃ . একটি বিন্দু। রেখাঃ বিন্দুর চলার পথকেই রেখা বলে। রেখা দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত। সরল রেখাঃ যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা বলে। বক্র রেখাঃ যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে। রশ্মিঃ রেখাংশঃ কোণঃ দুইটি সরলরেখা কোন এক বিন্দুতে মিলিত হলে কিংবা ছেদ করে গেলে সেই মলন/ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। সূক্ষকোণঃ ৯০ ডিগ্রী এর থেকে ছোট কোণকে সূক্ষকোণ বলে। সমকোণঃ ৯০ ডিগ্রী এর সমান মানের কোণকে সূক্ষকোণ বলে। স্থূলকোণঃ ৯০ ডিগ্রী এর থেকে বড় মানের কোণকে স্থূলকোণ বলে। সরলকোণঃ ১৮০ ডিগ্রী এর সমান মানের কোণকে সরলকোণ বলে। পূরককোণঃ সম্পুরক কোণঃ সন্নিহিত কোণঃ ত্রিভুজঃ তিনটি বাহু দ্বারা সিমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজঃ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজঃ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমকোণি ত্রিভুজঃ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ (বা ৯০ ডিগ্রী) তাকে সমকোণি ত্রিভুজ বলে। সূক্ষ্ণকোণি ত্রিভুজঃ যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্ণকোণ (বা ৯০ ডিগ্রী এর চেয়ে কম) তাকে সূক্ষ্ণকোণি ত্রিভুজ বলে। স্থূলকোণি ত্রিভুজঃ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ (বা ৯০ ডিগ্রী এর চেয়ে বড়) তাকে স্থূলকোণি ত্রিভুজ বলে।
Posted on: Sat, 29 Nov 2014 06:43:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015