ঝাড়খণ্ডে নারী পুলিশ - TopicsExpress



          

ঝাড়খণ্ডে নারী পুলিশ সদস্যকে গণধর্ষণ মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় যখন ভারতজুড়ে নিন্দার ঝড় বইছে তখন দেশটির মধ্য পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খণ্ড থেকে এক নারী পুলিশ সদস্যকে গণধর্ষণের খবর এল। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মাওবাদী জঙ্গিদের হামলায় নিহত ভগ্নিপতির মরদেহ নিয়ে তিন আত্মীয়ের সঙ্গে রানচি থেকে লাতেহারে ফেরার পথে রাস্তা অবরোধ করে ওই নারী পুলিশ সদস্যকে জোর করে ধরে নিয়ে শারীরিক নির্যাতন চালায় তিন পাষণ্ড। আত্মীয়দের ভাষ্যমতে, ডাকাত দলের সন্দেহভাজন সদস্যরা মরদেহবাহী গাড়িটি থামিয়ে ভাঙচুর ও গালিগালাজ করতে থাকে। তারপর ওই নারীকে ধরে নিয়ে গণধর্ষণ করে। এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে সে সময় রাস্তা দিয়ে চলাচল করা অন্য যানবাহনগুলো ফিরেও চায়নি বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। জানা যায়, রানচি থেকে ১০৮ কিলোমিটার দূরে লাতেহার জেলার প্রশাসনিক দফতর থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে এই ঘটনা ঘটছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কেবল একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই মুম্বাইয়ে একজন নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। #soinik
Posted on: Sat, 24 Aug 2013 08:46:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015