!!! টাটকা মুখস্ত কর - TopicsExpress



          

!!! টাটকা মুখস্ত কর !!! -------------------------------------------- 1. ASEAN-10: MTV এর FILM দেখলে BCS হবে না = (Malaysia, Thailand, Vietnam, Philippine, Indonesia, Laos, Myanmar, Brunei, Cambodia, Singapore) 2. D-8: বাপ মা নাই তুমিই সব = (বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান) 3. G-8: রাজা ফ্রাই, কই, জাম পছন্দ করে = (রাশিয়া, জাপান, ফ্রান্স, ইতালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র) 4. Scandinavian Countries: I Die Not So Fast = (Iceland, Denmark, Norway, Sweden, Finland) 5. Seven Sisters: অরুণাচলে মেঘ আসায় মনি মিজোরামের ত্রি নাগাল পেল না = (অরুণাচল, মেঘালয়, আসাম, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড) 6. মোঘল বাদশাহদের ক্রমানুযায়ী নামঃ বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে = (বাবর, হুমায়ূন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব) 7. গ্রীক দার্শনিকদের ক্রমানুযায়ী নামঃ SPAA= (Socrates, Plato, Aristotle, Alexander) 8. Planet in the solar system: Men Very Easily Make Jugs Serve Useful Needs= (Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune) 9. Colors of the Spectrum: ROY G. BIV = (Red, Orange, Yellow, Green, Blue, Indigo, Violet.) 10. মৌলিক রঙঃ আসল = (আসমানী, সবুজ, লাল) Collect
Posted on: Fri, 28 Jun 2013 09:40:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015