টিটশনি থেকে টেম্পু করে - TopicsExpress



          

টিটশনি থেকে টেম্পু করে আসছিলাম, পাশে বসা ছেলেটার হাতে দেখলাম ইউ সি সি র শীট.শীট দেখে আজ থেকে আড়াই বছর আগের স্মৃতি হাতড়াতে লাগলাম৷.তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ. সবাই দৌড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি কোচিং করতে.আমার টাকার সংকট থাকায় আমি দৌড়াতে পারিনি. তখন দেখলাম ওই কারনে আমারে বাতিলের খাতায় ফেলে দিছে.তাদের ভাবখানা এমন যেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে. তো যথারীতি রেজাল্ট দিলো এবং অপ্রত্যাশিতভাবে আমি একটু পয়েন্ট কম পেলাম. আমি তেমন দৌড়াদৌড়িই করতে পারি নি । এক দিকে টাকার সমস্যা অন্য দিকে সংসারে টাকা দেওয়ার জন্য প্রাইভেট টিউশুনি আমার সময় খেয়ে নিচ্ছিলো .তখন দেখি আরও একা হয়ে পড়লাম. এমনকি বিশেষ একজনও আমাকে ছেড়ে চলে গেল এই সাফল্য না পাওয়ার অজুহাতে. আমি আমার অনেক বন্ধুর কাছে কোচিং এর শিট চেয়েছিলাম । আমি কারো কাছে কোচিং এর শিট পাই নি। আমার এক বড় ভাই ছিলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন । চারবছর আগের পুরাতন শিট ছিলো উনি আমাকে সেগুলি দেন । এবং কি ভাবে পড়তে হবে তা এডভাইস করেন । আশেপাশের বন্ধুর মা রা আমার রেজাল্ট নিয়ে ভেংচি কাটতো. অথচ ওদের রেজাল্টের সাথে আমার রেজাল্ট খুব তফাৎ ছিলো না । একটুর জন্য ৫+ ফসকে যায় । সে সময় টা যে কিভাবে পার করছিলাম তা আমি আর আমার আল্লাহ জানে. তো প্রথম দিকে হতাশ হলেও পরবর্তীতে আল্লাহর নাম নিয়ে কয়েকটি ভার্সিটিতে পরীক্ষা দিলাম এবং এবং আল্লাহ তায়ালাই সকল ক্ষমতার উৎস । তিনি চাইলেই সব পারেন । এজন্য তাকে কিছু করা লাগে না । তিনি বলেন এটা হও , হয়ে যায় । এর পর দেখলাম ওইসব হারামি বন্ধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং দুরে থাক জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পায় নাই. আর ওসব আন্টিরদের তো এখন আমি ভেংচি কাটি.এখন আমার বলতে ইচ্ছা করে দেখ আমি এখন তোদের থেকে ভাল আছি তোদের মত সুসময়ের বন্ধুর দরকার নাই. শিক্ষা ---১. বিপদে বন্ধুর পরিচয়. ২.কোন মেয়ের জন্য জীবনে হতাশ হবেন না যে বিপদে আপনাকে ছেড়ে চলে যায় সে কখনোই আপনার ছিল না.৩.দুনিয়ায় লোকে কি বলবে তা বাদ দিয়ে বুদ্ধি খাটিয়ে এগিয়ে যান. এত বড় পোস্ট দেওয়ার জন্য দুঃখিত. পাঠিয়েছেন:: Akram hosen, dept of Appl. physics...
Posted on: Thu, 26 Sep 2013 15:18:24 +0000

Recently Viewed Topics




© 2015