টেলিটক আগামী এস.এস.সি - TopicsExpress



          

টেলিটক আগামী এস.এস.সি এ+ সিমের জন্য আবেদন ও সিমটি বুঝে পাওয়ার নিয়মাবলী আগামী সিম পেতে আপনাকে যা যা করতে হবে: ১। প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5 space BOARD space ROLL space YEAR space CONTACTNUMBER টি লিখে 16222 এ SMS করতে হবে। [এখানে রোল নাম্বার এসএসসির, Passing Year 2010-/2014, মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন। উদাহরণ- GPA5 DHAKA 123456 2014 01************ লিখে পাঠাবেন।] ২। ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন। ৩। এবার অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য gpa5.teletalk.bd তে ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে। ৪। সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে। সাবমিট এ ক্লিক করার পর একটি পেইজ আসবে। এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন। ৫। সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন। এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তোলন করতে চান তা নির্বাচন করবেন। আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কাস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন। ৬। এবার Identifier এ আপনার পরিচিত কারো নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন । তথ্য ঠিক থাকলে আপনি একটি পেইজ পাবেন। ৭। এবার এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন। তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন। ৮। আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন। আপাতত আপনার কাজ শেষ। সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে31/10/২০১৪ পর্যন্ত। তারপর আপনার সিরিয়াল আসলে টেলিটক থেকে আপনার দেয়া কন্টাক্ট নাম্বারে এসএমএস আসবে যে সিমটি কবে কখন আর কোত্থেকে তুলবেন। টেলিটক থেকে জানিয়ে দেয়া হবে কোনদিন থেকে সিম দেয়া শুরু হবে। সিম সংগ্রহ করবেন যেভাবে- ১। আপনি সিম তোলার জন্যে যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন শুধুমাত্র সেই কাস্টমার কেয়ার থেকেই সিমটি সংগ্রহ করতে পারবেন। ২। সিম সংগ্রহ করার তারিখ দেয়ার পর আপনি যে অভিভাবকের নামে রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই যে ফরমটি প্রিন্ট করেছিলেন তা জমা দিতে হবে। এভাবেই আপনি আপনার সিমটি সংগ্রহ করতে পারবেন। আশা করছি এই পোস্ট আপনাদের সাহায্য করবে। সবার জন্য শুভকামনা আর আগামী সিমের জন্য অগ্রিম অভিনন্দন। টেলিটক আমাদের ফোন
Posted on: Wed, 10 Dec 2014 04:55:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015