ট্রাকের পেছনে লেখা - TopicsExpress



          

ট্রাকের পেছনে লেখা থাকে → একশ গজ দুরে থাকুন → পেছনে ইঞ্জিন → হর্ন বাজান ব্যাটারীর বক্সে লিখা থাকে →আমি জ্বালানি একইভাবে সিএনজির পেছনে লিখা থাকে → আমি ছোট,আমাকে মারবেন না → ধাক্কা দেবেন না ছোটবেলা থেকে এই লেখাগুলো দেখতাম আর হাসতাম কারন যে গাড়ির পেছনে এসব লিখা সে গাড়িটাই এসব মানেনা কাল একটা সিএনজির পেছনে একটা লিখা দেখে থমকে গেলাম লেখা ছেলেমেয়ে আল্লাহর দান,আপনি কেন যৌতুক চান না এ লেখাটা আমি আর কখনো যানবাহনের পেছনে দেখিনি লিখাটা অগোছালো চালকের নিজ হাতে লিখা হয়তোচালক মাঝবয়সী লাল দাড়ি মুখে → চাচা লেখাটা আপনি লিখেছেন? →→ জ্বিকেন? → অনেক সুন্দর একটা লেখাআচ্ছা এ লেখাটা লিখার পেছনে কোন কারন আছে? →→ হ আছেঅনেক লম্বা কথা হুনবেন? → জি বলেন →→ আমি যহন বেকারআমার বাবা শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে এই গাড়িটি আনেন যে টাকা পরিশোধ করতে আমার শ্বশুর নিংশ্ব হয়ে যানবউটা আমার অনেক লক্ষী না পারতো আমাকে কিছু বলতে না বাবাকে সাহায্য করতেওর সামনেই ওর বাবার করুন মৃত্যু হল আজ আমিও একজন বাবা মেয়েকে কলেজ পাস করালামওর বিয়ের জন্য পয়গাম আসেসবাই যেন যৌতুকপ্রার্থী মেয়ে প্রার্থী না কারন ওর গায়ের রং শ্যামলা না আমার মেয়ে ওর বাবাকে নিঃশ্ব করবেনা প্রয়োজনে সারাজীবন কাটাবে একাই এতক্ষনে পাঁচজন যাত্রীর জোগাড় হয়ে গেলতিনি চলে গেলেন তার গন্তব্যে আর আমি আমার গন্তব্যেকিন্তু ভাবনাগুলো চলমানহয়তো আমৃত্যু গন্তব্য পাবেনা বড় অবাক হলাম একজন সিএনজি চালকের ভাবনার বহিঃপ্রকাশ দেখেএমন হাজারো চাচা আছেন আমরা তাদের ভাবনাগুলো কখনো উপলদ্ধির কথা চিন্তাও করিনা আমরা রসিক সমাজের বাসিন্দা তেলওয়ালার মাথায় তেল ঢালায় ব্যস্ত!!!
Posted on: Thu, 28 Aug 2014 08:00:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015