ডেইলি স্টারের সূত্রে - TopicsExpress



          

ডেইলি স্টারের সূত্রে পাকিস্তানের ডন পত্রিকায় ১৯৭১ সালের ডিসেম্বরের ১৩-১৮ তারিখে প্রকাশিত কিছু বিজ্ঞাপন দেখলাম। বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান জিহাদ ফান্ডে টাকা দেওয়ার আহবান জানিয়েছে। গনহারে বাংলাদেশের মানুষ হত্যাকে তারা ধর্মীয় লেবাস পরিয়ে জিহাদ বানিয়েছে। বিজ্ঞাপনগুলো ইন্টারেস্টিং আছে অনেক। সেখানে কীভাবে ধর্মকে ব্যবহার করা হয়েছে দেখেন। মানুষ মারার জন্য ফান্ড...বিস্ময়কর! বিস্ময়কর!! পাকিস্তান দেশটার কিছু মানুষ আজও মনে হয় পাল্টায়নি। তারা জিহাদ এর নামে এখনও মানুষ মেরেই চলছে, ধর্মের অজুহাতে। এতগুলো শিশু...১৯৭১ সালে লাখ লাখ, সাম্প্রতিক সময়ে একবারে ১৩২ জন। চিন্তা করা যায়? আমার প্রিয় একটা গান, কার্নিশে ম্যাগপাই ব্যান্ডের ড. ওসামা। সেখানে একটা কথা আছে, মানুষ মরলে তবে কীসের জিহাদ? সত্যিই তো মানুষই যদি মেরে ফেলি তবে কীসের কী। মানুষকে রক্ষা করতে কেন মানুুষকে হত্যা? ডন পত্রিকার এই লিংকের কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়ে নিজেও কমেন্ট করতে পারেন। তবে দয়া করে গালাগাল না করে ভদ্র ভাষায় কমেন্ট করলে আমার আপনার দেশেরই লাভ। গালাগাল করলে নিজেদেরই ক্ষতি। সেখানে একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে...Everytime religion is used for personal gains such as wars it has been defeated. Fight for your country and live for your religion.
Posted on: Sun, 21 Dec 2014 13:35:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015