ডাউনলোড Failed!!!! আর চিন্তা - TopicsExpress



          

ডাউনলোড Failed!!!! আর চিন্তা নেই, পোস্টটি দেখুন উপকার হবে। ধরুন আপনি একটা 60mb এর ফাইল ডাউনলোড দিলেন । 50mb হওয়ার পর download failed মারল । এখন কি করবেন ? মন খারাপ ? আবার যদি আপনি ডাউনলোড করতে যান তবে ডাউনলোড টি restart হবে । মানে একেবারে first থেকে শুরু হবে । অর্থাৎ আপনার এতক্ষন এর ডাউনলোড বৃথা গেল, সময় ও নষ্ট হল । যদি ডাউনলোড failed মারে তখন আর অপেরাতে কিছু করবেন না । আপনি আপনার sd card এ যান । download এ যান..... সেই 50 mb ফাইলটি অন্য কোনো folder এ move করুন । এখন অপেরাতে ফিরে আসুন । এখন সেই failed ডাউনলোড restart দিন । কিছু kb download হলে download pause করুন । এখন sd card এর ডাউনলোড ফোল্ডার এ কয়েক kb এর ফাইলটি delete করে দিন । এখন এই ডাউনলোড ফোল্ডার এ সেই 50 mb এর ফাইলটি move করুন । অপেরাতে গিয়ে pause ডাউনলোড resume করে দিন দেখবেন যে ডাউনলোড 50 mb থেকেই start হচ্ছে । এভাবে আপনি অনেক বড় failed ফাইলও resume করে ডাউনলোডকরতে পারেন । ভালো করে পড়বেন কিন্তু.. . .!!! যদি অপেরাতে ডাউনলোড মুছে যায় তখন কি করবেন ! ! ! ট্রিক টা same ই। আপনি failed ফাইলটা অন্য কোথাও move করুন । আপনি যেভাবে 1st এ ফাইল যেভাবে ডাউনলোড দিয়েছেন সেভাবেই again ডাউনলোড দেন । কয়েক kb ডাউনলোড হলে ডাউনলোড pause করুন। এখন sd card এর ডাউনলোড ফোল্ডার এ কয়েক kb এর ফাইলটি delete করে দিন । এখন ডাউনলোড ফোল্ডার এ সেই failed ফাইলটি move করুন । Opera তে গিয়ে pause ডাউনলোড resume করে দিন । দেখবেনযে ডাউনলোড start হচ্ছে। ভাল লাগে তাহলে অবশ্যয় কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G= good, N=nice, Bad=B, Thanks=T ) লিখে কমেন্ট করবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।
Posted on: Fri, 03 Oct 2014 03:39:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015