ডাক্তার : আপনার সমস্যা কি - TopicsExpress



          

ডাক্তার : আপনার সমস্যা কি বলুন? রোগী: না মানে ইয়ে! -ডাক্তারের কাছে রোগ লুকাবেন না। বলে ফেলুন -ইয়ে আমি ফেসবুকে কেবল ছবি ট্যাগ করি। -হুমম। ট্যাগ দেবার আগে এবং পরে কেমন লাগে? -কেউ লাইক দিলে খুব ভালো লাগে, কমেন্টস দিলেও ভালো লাগে। কিন্তু মানুষ গালি দেয় বেশী। তাই একটু অস্থির লাগে। -হুমম। একটা কাজ করুন আপনি এই টেষ্টগুলো করে তিনদিন পর দেখা করুন। ততদিন দুটো ঔষুধ লিখে দিচ্ছি সেগুলো খাবেন। তিনদিন পর। ডাক্তার : (রিপোর্ট দেখে) অবস্থাতো সুবিধার না! রোগী: আমি কি পাগল হতে চলেছি? ডাক্তার : আপনিতো ওপিটিভি পজেটিভ, ট্যাগ! ভয় পাবেন না সঠিক চিকিৎসায় আমাদের দেশেই এই রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আপনি কেবল প্রেসক্রিপশনটা মেনে চলুন। রোগী: ওপিটিভি কি খুব খারাপ রোগ? ডাক্তার: ওটিভি মানে হলো own photo tagging virus, টেনশন করবে না। ঠিকঠাকমত চললে আপনার ট্যাগ রোগ সেরে যাবে। অতঃপর রোগী ওপিটিভি ট্যাগ বিষয়ক ক্যাম্পেইনে অংশ নিল। জোর গলায় স্লোগান দিতে থাকলো- ১.ফ্রেন্ডলিষ্টে থাকলে ট্যাগ ছড়ায় না! ২.একই পুকুরে গোসল করলে ট্যাগ ছড়ায় না ৩.ট্যাগকারীর হাঁচি কাশিতে ট্যাগ ছড়ায় না। ৪. ট্যাগকারী আপনার আমার মত ফেসবুকার,তাদের প্রতি সদয় হোন, তাদের সুস্থ করে তুলতে এগিয়ে আসুন। তৈরি হল সচেতনতার বিলবোর্ড- ১. ট্যাগ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ছবি জীবাণুমুক্ত (রিমুভ) না করে ব্যবহার করলে ট্যাগ পজেটিভ হয়। ২. ভাই বেরাদর বন্ধু ব্যাতিত অন্য কাউকে অবৈধভাবে ট্যাগ করলে ট্যাগ পজেটিভ হয় ★প্রয়োজনীয় ট্যাগারদের নিকট ক্ষমাপ্রার্থী ৷ তাদের উদ্দেশ্যে নয় এই পোস্ট ⓝ
Posted on: Sat, 13 Jul 2013 13:24:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015