ডাক্তারের ছেলে/মেয়ে- সাত - TopicsExpress



          

ডাক্তারের ছেলে/মেয়ে- সাত খুন মাফ..................। ে। মেডিকেলে ভর্তি হবার পরের দিন থেকেই দেখে আসছি, যারা ডাক্তারের ছেলে/মেয়ে তারা এক্সট্রা একটা ভাব নেয় ( সবাই না)। এরা মনে করে আরে মেডিকেল তো আমার বাপের, আমার পিছনে লাগবে কোন হালায়?? এদের দেখে আবার কিছু - কিছু শিক্ষক দের মধ্যেও কুরকুরানি জাইগা ওঠে। এরা মনে করে ডাক্তারের ছেলে-মেয়ে মানে রাজপুত্র/রাজকন্যা... আর আমরা যারা নন ডাক্তারের ছেলে মেয়ে , তারা হল রাস্তার পোলা-পাইন। ওই মিয়া ? আপনে ডাক্তারের পলাপাইনরে খাতির করেন ভালা কথা, মাগার আমগোর বাপ-মায়েরা ধইঞ্চা নাকি মিয়া? যাই হউক, এখন তো বলবেন , শিক্ষক দের সাথে এমন ব্যাবহার করো অ্যাডমিন, তুমি বেয়াদব, হ্যান , ত্যান ব্লা ব্লা ব্লা.........। তাই আপনাগরে এই যাত্রায় কিছু কইলাম না। তো যে প্রসঙ্গে ছিলাম, কার্ড ফাইনাল, ওয়ার্ড -ফাইনাল, এসিসমেন্ট ,প্রফ ইত্যাদি বড় বড় পরীক্ষার সময়, দেখা যায় ডাক্তারের বাচ্চার দের দউরাত্ব। প্রফের টেবিলে এক্সটারনাল দের এমন লবিং মারে যে কিছু না পারলেও তারে চুম্মা দিয়া পাশ করাইয়া দেয়। আর আমাগোর পলা-পাইন অনেক সময় পারলেও পাশ করে না। যখন ১ম প্রফ দিছি , তখন নিজের চোখে দেখছি, হার্ট এর ভিসারা ধইরা এর কয়টা চেম্বার আছে তাই কইতে পারেনাই এক আবাল। তাতেও তারে পাশ করাইয়া দিছে এক্সটারনাল। কিন্তু exception ও আছে অনেক। আমার নিজের ক্লোজ ছোটভাই এর কথাই বলা যাক। ওর বাপ,বিশাল বড় হোমরা-চমরা ডাক্তার। বিশাল পশার। আজ পর্যন্ত, ছেলের জন্য একটা রিকোএস্ট করেনাই কোন টিচার কে। যাই হোক , ওই সব আবাল দের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, ......... ব্যাটা তোরা পাশ করবি লবিং মাইরা , কোন সমস্যা নাই। কিন্তু ডাক্তার হবার পরে যখন ভুল চিকিৎসা কইরা রোগী মারবি আর রোগীর আত্মীয়-স্বজন রা যখন তরে ন্যাংটা কইরা ধোলাই দিবে তখন কিন্তু কোন বাপেও আইব না বাঁচাইতে। তাই এখনো সময় আছে ভালো হইয়া যা। আর যখন কলেজের করিডোর দিয়া হাইটা যাবি, তখন হঠাৎ কইরা পিছন ফিরা তাকাবি। দেখবি তর ক্লোজ ফ্রেন্ড টাও পিছনে তরে দেইখা হাসে। just realize it. ...........................................................................
Posted on: Fri, 23 Aug 2013 17:28:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015