ডা . জাকির নায়েকের কুফরী - TopicsExpress



          

ডা . জাকির নায়েকের কুফরী মতবাদ ( পর্ব ১ ): (১) জাকির নায়েক এক লেকচারে বলেছে যে, আল্লাহ তায়ালা কে হিন্দুদের দেবতাদের নাম ধরে ডাকা যাবে। ব্রাক্ষ, বিষ্ণু বলে ডাকা যাবে। (নাউযুবিল্লাহ মিন যালিক) (Concept of God in Major religions- from the CD-”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) (২) হিন্দু"রাম"ও"কৃষ্ণ"আল্লাহ পাকের নবী ছিলেন । [ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম-২, পৃষ্ঠা=১৬২ ] (৩) পবিত্র কোর আন শরীফের মধ্যে ব্যাকরণ গত ভুল- ত্রুটি আছে । [ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম ১, পৃষ্ঠা=৫১২ ] (৪) জাকির নায়েক বলেছে যে,দাড়ি রাখা ও টুপি পরার কথা কোরান ও হাদিসে নেই{পোশাকের বিধান পৃঃ ১৩৮৯} [Lecture series by Dr.Zaakir Naik, Developedby AHYA Multi-Media- 12 Enlightening Sessions] (৫) ইসলামে ৪ জন মহিলা নবী এসেছেন, তারা হলেন- বিবি মরিয়ম (আঃ), বিবি আছিয়া (আঃ), বিবি ফাতেমা (রাঃ) ও বিবি খাদীজা (রাঃ) । [রেফারেন্সঃ ডঃ জাকির নায়েক সমগ্র, ভলিউম-১, পৃষ্ঠা-৩৫৫] (৬) রাসূলুল্লাহ (সাঃ) তার রাওজা মুবারকের মধ্যে সশরীরে মৃত । [রেফারেন্সঃ ডঃ জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিউম-৫, পৃষ্ঠা-৯৫] (৭) কুর আন শরীফ স্পর্শ করার জন্যে অযুর প্রয়োজন নাই । [রেফারেন্সঃ ডঃ জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিউম-২, পৃষ্ঠা-৬২৬] (৮) ঋতুবর্তী অবস্থায় মহিলারা কোরআন পড়তে পারবে । [রেফারেন্সঃ ডঃ জাকির নায়েক লেকচার সমগ্র ৫, পৃষ্ঠা ৩৮৯] (৯) তারাবীহ ও তাহাজ্জুদ এক ই নামায, তারাবীহ নামায ৮ রাক আত । তারাবীর নামাজ যত খুশি তত আদায় করা যাবে (নাউজুবিল্লাহ) [রেফারেন্সঃ ডঃ জাকির নায়েক লেকচার সমগ্র ৫, পৃষ্ঠা ২৪৭] (১০) জুমার খোতবা যে কোন ভাষায় দিতে পারে। [লেকচার সমগ্র ৪, পৃষ্ঠা ২৩৯]
Posted on: Fri, 16 Aug 2013 10:47:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015