ডেনমার্কের উইন্ড - TopicsExpress



          

ডেনমার্কের উইন্ড টারবাইন প্রযুক্তি সরবরাহকারি ভেস্তাস বাংলাদেশে বায়ু-বিদ্যুৎ সুবিধা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। ভেস্তাস সম্প্রতি এই বিষয়ে সিঙ্গাপুরে ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বাংলাদেশ) লিমিটেড (ইউজিইএল) এর সাথে এক সমঝোতার স্মারকে(এমওইউ) স্বাক্ষর করে, বুধবারে ঢাকাস্থ ড্যানিশ দূতাবাস মিডিয়াকে এই তথ্য অবহিত করেন। এই স্মারক অনুযায়ী, ভেস্তাস এবং ইউডিজিএল বায়ু বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার ব্যাপারে তাদের সহযোগীতার সুযোগ খুঁজে বের করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে। টারবাইন প্রস্তুতকারক হিসেবে আমাদের অভিজ্ঞতা কারণে, আমরা বাংলাদেশে আমাদের ক্রেতাদের জন্য এক রোমাঞ্চকর বায়ুভিত্তিক পথযাত্রা চালু করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আগ্রহী, ভেস্তাস এশিয়া প্যাসিফিক এবং চীন শাখার প্রেসিডেন্ট ক্রিস বোফেই এ সম্পর্কে বিবৃতিতে বলেন। আমাদের স্থান নির্বাচন, বৈদ্যুতিক প্রাক-নকশা প্রণয়ন, পরিবহন, ইনস্টলেশন, সরবরাহ, স্থাপন, পরিষেবা এবং অর্থায়নে সহায়তা ইত্যাদিতে বৈশ্বিক দক্ষতা দিয়ে, আমি বিশ্বাস করি ভেস্তাস আমাদের গ্রাহকদের প্রতিদ্বন্দ্বীতামূলক গতি এনে দিতে পারে যেখানে বাজারটি এখনও অব্যবহৃত। সিঙ্গাপুরের ড্যানিশ দূত, বেরিট ব্যাসে এবং বাংলাদেশি হাই কমিশনার, মাহবুব উজ জামান, এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ ভেস্তাস অফিসে। ডেনমার্কের ঢাকাস্থ দূত হ্যানে ফুগল এসকজ্যার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, এই ইতিবাচক পদক্ষেপটি দুই দেশের মধ্যে পুন:নবায়নযোগ্য শক্তির ব্যাপারে আরো বর্ধিত সহযোগিতার দুয়ার উন্মুক্ত করবে। ইউডিজিইএল এর পরিচালক সাজিদ রহমানর মতে, বায়ুচালিত শক্তির বাজারে এটি ব্যাপক সম্ভাবনা। বাংলাদেশে পুন:নবায়নযোগ্য শক্তির প্রবর্তক হিসেবে, আমরা এই শিল্পের সেরাদের সাথে অংশীদার হতে চাই যাতে বিশ্বমানের বায়ুকল স্থাপন করা সম্ভব হয় ভেস্তাস এর বিস্তৃত কর্মঅভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, তিনি বলেন। আমরা বিশ্বাস করি ভেস্তাসের সাথে একসাথে আমরা এই স্মারক স্বাক্ষরের বায়ুভিত্তিক প্রকল্পের এক উল্লেখযোগ্য পদক্ষেপের প্রথমটি দিলাম মাত্র বাংলাদেশের মতো ক্রমবর্ধমান বাজারে, বায়ু এখনও অব্যবহৃত সম্পদ। দেশের জাতীয় জ্বালানী নীতি আশা করে ২০১৫ সালের মধ্যে পুন:নবায়নযোগ্য শক্তি থেকে ৫ শতাংশ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ দেশের মোট শক্তি উৎপাদনে অবদান রাখতে সক্ষম হবে। ড্যানিশ দূতাবাস জানায় বায়ু ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের এই সম্প্রসারণ ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সাথে সমঝোতার স্বারকে অন্তর্ভূক্ত হওয়াকে তিনি, এই বছরের শুরুতে ঘোষিত নতুন কর্পোরেট কৌশল, যেখানে ক্রমবর্ধমান বাজারকে বৈশ্বিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে তার সমতালের বলে মন্তব্য করেন। Danish wind turbine technology provider Vestas wants to play “an important” role in building wind-power facilities in Bangladesh. Vestas signed a MoU with US-DK Green Energy (BD) Ltd (UDGEL) recently in Singapore for this purpose, the Danish embassy in Dhaka has said in a media release on Wednesday. With this MOU, Vestas and UDGEL expressed their interest in exploring “collaboration opportunities” to develop wind power projects. “As an experienced wind turbine manufacturer, we seek to play an important role in helping our customers in Bangladesh embark on an exciting wind journey,” President of Vestas Asia Pacific and China Chris Beaufait was quoted as saying in the release. “With our global expertise on wind and site identification, electrical pre-design, transportation, installation, supply, erection, service, and financing assistance, I believe Vestas is able to help our customers shape a competitive edge in an untapped market”. The Danish ambassador to Singapore, Berit Basse, and the Bangladesh High Commissioner, Mahbub Uz Zaman, were present at the signing ceremony at the Vestas office in Singapore. Danish ambassador in Dhaka Hanne Fugl Eskjær welcomed the initiative and hoped “this positive step will lead to further co- operation in renewable energy between the two countries”. UDGEL Director Sajid Rahman saw “a great potential within the market for wind energy”. “As a renewable energy pioneer in Bangladesh, we want to partner with the best in the industry in order to develop a world- class wind farm based on Vestas’ extensive experience,” he said. “We believe the partnership with Vestas through the MOU signals a significant first step for our wind business.” In emerging markets like Bangladesh, wind is still an untapped resource. The country’s National Energy Policy has expects renewable energy to account for five per cent of the total power generation energy by 2015 and 10 per cent by 2020. The Danish embassy says the expansion of the potential of wind energy will be crucial for Bangladesh to achieve its national vision of providing electricity to all by 2021. Entering into a MOU in Bangladesh is in line with “the new corporate strategy announced earlier this year, under which emerging markets are highlighted as a global priority”. Source: BD News24
Posted on: Sat, 08 Nov 2014 13:24:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015