ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে - TopicsExpress



          

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে কোনো টার্ম বিশ্বে ব্যবহৃত হয় না। শুধু আমাদের দেশ ছাড়া। কেউ এই সার্টিফিকেট পেলে বিদেশে তাদের বলা হয় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান। এখন সুপারভাইজার বা অন্যান্যভাবে তাদের সংজ্ঞায়িত না করে আন্তর্জাতিক নিয়মে তাদের সংজ্ঞায়িত করলে সরকারের কি সমস্যা বুঝি না। আর আন্তর্জাতিক নিয়মে আছে, Engineering technicians are neither chartered engineers nor professional engineers, and are usually allowed to perform a limited number of well defined tasks in engineering and industry. (সূত্র- en.wikipedia.org/wiki/Engineering_technician) এই নিয়ম মানলে চলমান আন্দোলনের দাবিগুলো যৌক্তিকতা হারায়। যে পদে পদন্নোতির কোটা ৩৩% থেকে ৫০% চাওয়া হচ্ছে সেই পদে থাকার নিয়মই তো থাকছে না এই নিয়মে। আন্দোলন হতেই পারে। তবে তা যৌক্তিক কারনে হতে হবে। দাবী থাকতেই পারে। তবে তা জানানোরও সুস্থ উপায় আছে। সহিংসতা ও গাড়ি ভাংচুর মোটেও কাম্য নয়।
Posted on: Sun, 29 Sep 2013 19:49:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015