ডেস্ক – রবিবার মার্কিন - TopicsExpress



          

ডেস্ক – রবিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩ দিনের সফরে ভারত এসেছেন। রির্পাবলিক্যান ডে সেলিব্রেশন এর জন্য মোদি তাকে আমন্ত্রন জানালে তিনি তা গ্রহন করেন। এ সফরে ওবামার সফর সঙ্গী হয়েছেন তার স্ত্রী মিশেল। এই প্রথমবারের মত কোন মার্কিন প্রেসিডেন্ট দ্বায়ীত্বে থাকাকালীন ওমাবাই দ্বিতীয়বার ভারত সফর করছেন এ সফরে তিনি তাজমহল পরিদর্শন করবেন এছাড়াও তিন দিনের সফরে যে শীর্ষ সাত বিষয় এ আলোচনা করবেন তাঁরা তা হল- 1. Strategic importance কৌশল গত গুরুত্ব 2. Defence: প্রতিরক্ষা 3. Civil nuclearঃ শান্তিপূর্ণ পারমানবিক ব্যবহার 4. Renewable energy: নবায়ন যোগ্য শক্তি 5. Climate Change আবহাওয়া / জলবায়ু পরিবর্তন 6. Economic Ties: দ্বি পাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক 7. Sharing intelligence inputs: গোয়েন্দা তৎপরতা
Posted on: Sun, 25 Jan 2015 12:27:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015