ডুয়েট ভর্তি পরীক্ষা - TopicsExpress



          

ডুয়েট ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর: আবেদন ১৭ জুলাই থেকে ২০ আগস্ট। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা জন্য আগামী ১৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত টেলিটক প্রি- পেইড মোবাইল এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। রোববার ডুয়েটের পাবলিকেশন-কাম ইনফরমেশন অফিসার মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়। অনলাইন ভর্তি বিষয়ক তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট duet.ac.bd/admission অথবা টেলিটকের ওয়েবসাইট duet.teletalk.bd/ এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ টেলিটকের মাধ্যমে ৯৫০ টাকা প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার অথবা ৫ এর স্কেলে কমপক্ষে ঈএচঅ ৩ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭টি বিভাগে মোট ৫৬০ (কোটাসহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ডুয়েটে ভর্তি হতে প্রার্থীর সাধারন যোগ্যতা এবং আবেদন পদ্ধতিঃ প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষাবোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং / আর্কিটেকচার এ গড় কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ এর স্কেলে কমপক্ষে CGPA ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রসপেক্টাসে উল্লেখিত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করতে হবে। কোন প্রার্থী একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে ইচ্ছা পোষণ করিলে প্রতিটি বিভাগের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। টেলিটক মোবাইলে এবং অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায়। অনলাইনে ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট duet.ac.bd/admission এ পাওয়া যাবে।
Posted on: Sat, 19 Jul 2014 04:13:57 +0000

Trending Topics



"stbody" style="min-height:30px;">
Dave Murrays Latest STL forecast and weather

Recently Viewed Topics




© 2015