"ড্রাইভ পার্টিশন করুন - TopicsExpress



          

"ড্রাইভ পার্টিশন করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়া খুব সহজে" সকলকে শুভেচ্ছা! আশা করি সকলে ভালোই আছেন! ভালো থাকারি কথা, (তন্ময়)™ এর সাথে থাকলে সবাই ভাল থাকে। যাহোক, আর বুলি ফুটাব না। কাজের কথায়আসি। আজ আপনাদেরকে শিখাব,কিবাভে ড্রাইভ পার্টিশন করলে কোন প্রকার ডাটা না হারিয়ে ড্রাইভ পার্টিশন করা যায়।এই কাজটি খুব সহজে করে নিতে পারেন যদি আপনার উইন্ডোজ ৭ থাকে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই এবং এই সিস্টেম দিয়েকরলে আপনার ড্রাই পার্টিশন ঠিকই হবে কিন্তু কোন ধরনের ডাটা হারাবে না।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।চলেন শুরু করি ~~::: Step :::~~ ► প্রথমে My Computer এর মাঝে রাইট বাটনে ক্লিক করে Manage এ ক্লিক করুন। ► এবার নতুন পপ আপ উইন্ডোজ থেকে Disk Management এ ডাবল ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটারের সব গুল ড্রাইভ show করছে। ► এবার যে ড্রাইভ থেকে পার্টিশন করতে চান সেটিতে রাইটে ক্লিক করে Shrink Volume অপশন টি ক্লিক করুন। ► এখন আপনার ইচ্ছা মত কতখানি স্পেস করতে চান তা Shrink করে নিন। মানে নতুন ড্রাইভটি কত জিবি করতে চান তা দেখিয়ে দিন। ► এবার একটু খেয়াল করুন আপনার পপ আপ উইন্ডোজ টিতে একটা খালি রো স্পেস হয়ে আছে এটিতে রাইটে ক্লিক করে New Simple Volume ক্লিক করুন। ► এবার Next এ ক্লিক করুন।এবং এবার নতুন ড্রাইভটি ফরম্যাট করে নিতেপারেন ► Next এ ক্লিক করুন।এবং finish এ ক্লিক করুন। ► ☺ ব্যাস আপনার কাজ শেষ। এবার my computer এ প্রবেশ করে দেখুন আপনার নতুন একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে। ~:: বিঃদ্রঃ আপনি যে ড্রাইভ থেকে পার্টিশন করবেন ওই ড্রাইভ থেকে আর ২য় বার পার্টিশন দিতে পারবেননা। ::~ Note: পোস্ট টা খুব কস্ট করে লিখলাম, আপনাদের মতামত জানালে খুব খুশী হবো। আর এতো কস্ট শুধুই আপনাদের জন্য।-(SOHAG)
Posted on: Fri, 21 Jun 2013 05:31:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015