ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ - TopicsExpress



          

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধানউত্তর ভুল মনে হলে নিচে মন্তব্যকরুনবাংলাদেশ বিষয়াবলী১. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে করেছিলেন?ক. তমিজউদ্দীন খানখ. সৈয়দ আজমত খানগ. ধীরেন্দ্রনাথ দত্তঘ. মনোরঞ্জন ধরউত্তর : গ. ধীরেন্দ্রনাথ দত্তsolved by edpdbd.org২. সাবমেরিন কেবল প্রকল্পটি কোনমন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?ক. অর্থখ. ডাক ও টেলিযোগাযোগগ. বিজ্ঞান ও প্রযুক্তিঘ. পররাষ্ট্রউত্তর : ডাক ও টেলিযোগাযোগsolved by edpdbd.org৩. বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য এর নাম কি?ক. ভাষার কথাখ. ভাষার স্বাধীনতাগ. মোদের আশাঘ. মোদের গরবউত্তর : ঘ. মোদের গরবwikipedia.orgsolved by edpdbd.org৪. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজকরে আসছে?ক. ১৯৭৭খ. ১৯৯৬গ. ১৯৮১ঘ. ১৯৮৮উত্তর : ঘ. ১৯৮৮wikipedia.orgsolved by edpdbd.org৫. সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে্‌ ।ডেমু শব্দের অর্থ কি?ক. ডিজেল ইলেকট্রিক এন্ড মেকানিক্যাল ইউনিটখ. ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটগ. ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিটঘ. ডিজেল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিটউত্তর : ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটwikipedia.orgsolved by edpdbd.org৬. ’ নিপোর্ট’(NIPORT)কোন বিষয়ের সাথে জড়িত?ক. সমুদ্র বন্দরখ. পরমাণু বিজ্ঞানগ. জনসংখ্যাঘ. কোনটিই নয়উত্তর : গ. জনসংখ্যালিঙ্ক: niport.gov.bd/solved by edpdbd.org৭. ‘ বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মু্ক্তিযোদ্ধা হলেন-ক. জাহানারা ইমামখ. কাঁকন বিবিগ. ফেরদৌসী প্রিয়ভাষিণীঘ. তারামন বিবিউত্তর : ঘ. তারামন বিবিলিঙ্ক: wikipedia.org/solved by edpdbd.org৮. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?ক. মিজোরামখ. মেঘালয়গ. ত্রিপুরাঘ. মায়ানমারউত্তর : খ. মেঘালয়solved by edpdbd.org৯. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?ক. জর্জ হ্যারিসনখ. সাইমন ড্রিংগ. পন্ডিত রবি শংকরঘ. এদের সবাইউত্তর : ঘ. এদের সবাইsolved by edpdbd.org১০. ১৯৭৪ সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে’ডক্টর অব লিটারেচার’ ডিগ্রী দেয়া হয়?ক. স্যার যদুনাথ সরকারখ. শর চন্দ্র চট্টপাধ্যায়গ. কবি কাজী নজরুল ইসলামঘ. সৈয়দ মোয়াজ্জেম হোসেনউত্তর : গ. কবি কাজী নজরুল ইসলামলিঙ্ক: dailysangram/solved by edpdbd.org১১. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?ক. ২৪ এপ্রিলখ. ২ মার্চগ. ২৬ মার্চঘ. ১৬ ডিসেম্বরউত্তর : খ. ২ মার্চsolved by edpdbd.org১২. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?ক. ৩০ জুনখ. ১ জুলাইগ. ১৭ সেপ্টেম্বরঘ. ১১ ডিসেম্বরউত্তর : খ. ১ জুলাইsolved by edpdbd.org১৩. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?ক. ভারতখ. শ্রীলংকাগ. ভূটানঘ. মালয়েশিয়াউত্তর : গ. ভূটানsolved by edpdbd.org১৪. ‘ম্যাডোনা ৪৩’ চিত্রকর্মের শিল্পী কে?ক. কামরুল হাসানখ. মোহাম্মদ কিবরিয়াগ. এস এম সুলতানঘ. জয়নুল আবেদীনউত্তর : ঘ. জয়নুল আবেদীনsolved by edpdbd.org১৫. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?ক. বিঝুখ. ওয়ানগালাগ. সান্দ্রেঘ. সাংগ্রাইউত্তর : খ. ওয়ানগালালিঙ্ক: banglanews24solved by edpdbd.org১৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?ক. ওরা ১১ জনখ. হুলিয়াগ. মু্ক্তির গানঘ. লেট দেয়ার বি লাইটউত্তর : গ. মু্ক্তির গানsolved by edpdbd.org১৭. সর্বপ্রথম বাংলা Search engine- এর নাম কি?ক. গুগল বাংলাখ. ঘাস ফড়িংগ. পিপিলিকাঘ. কোনটিই নয়উত্তর : গ. পিপিলিকাsolved by edpdbd.org১৮. ‘গনডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?ক. দিনাজপুরখ. বাগেরহাটগ. কক্সবাজারঘ. নোয়াখালীউত্তর :১৯. বিজ্ঞানী ড: মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?ক. তেজস্ক্রিয় বালিখ. জীবাশ্ম কয়লাগ. পাটের জীবন রহস্যঘ. কীটনাশকউত্তর : গ. পাটের জীবন রহস্যলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org২০. কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?ক. চাকমাখ. গারোগ. হাজংঘ. মারমাউত্তর : খ. গারোsolved by edpdbd.org২১. বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি?ক. জাইকাখ. ইউ এন ডি পিগ. বিশ্ব ব্যাংকঘ. আই এম এফউত্তর : গ. বিশ্ব ব্যাংকsolved by edpdbd.org২২. রাজশাহীর আদি নাম কি ছিল?ক. সমতটখ. রামপুর বোয়ালিয়াগ. হরিকেলঘ. মহাস্থানগড়উত্তর :২৩. ‘মুরাইছড়া’ ইকো-পার্ক কোথায়?ক. খাগড়াছড়িখ. নলিতাবাড়ীগ. বড়লেখাঘ. কালিয়াউত্তর : বড়লেখাsolved by edpdbd.org২৪. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?ক. লাউয়াছড়াখ. সুন্দরবনগ. ভাওয়াল জাতীয় উদ্যানঘ. মধুপুরউত্তর : খ. সুন্দরবনsolved by edpdbd.org২৫. বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?ক. ২৬০০খ. ৮৫০০গ. ৩৬৭০ঘ. ৫৫৩০উত্তর : ক. ২৬০০লিঙ্ক:bn.wikipedia.org/solved by edpdbd.orgআন্তর্জাতিক বিষয়াবলী১. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?ক. নীল ও লালখ. নীল ও সাদাগ. লাল ও সাদাঘ. সবুজ ও সাদাসমাধান: খ. নীল ও সাদালিঙ্ক:un.orgsolved by edpdbd.org২. নিম্নের কোনটি কোনো সংবাদ সংস্থা নয়--ক. Yonhapখ. Xinhuaগ. Smithsonianঘ. ITAR-TASSসমাধান: গ. Smithsonianলিঙ্ক:si.edu/solved by edpdbd.org৩. কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান?ক. থিওডোর রুজভেল্টখ. আবরাহাম লিংকনগ. ফ্রাঙ্কলীন ডি. রুজভেল্টঘ. উডরো উইলসনসমাধান: খ. আবরাহাম লিংকনলিঙ্ক:en.wikipedia.org/wiki/American_civil_warsolved by edpdbd.org৪. কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এ লোকেরসাথে আমরা কাজ করতে পারি”?ক. হেনরী কিসিঞ্জারখ. চৌ এন লাইগ. নিকিতা ক্রুসচভঘ. মিখাইল গর্বাচেভসমাধান: ঘ. মিখাইল গর্বাচেভলিঙ্ক:margaretthatcher.org/document/105592solved by edpdbd.org৫. তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?ক. শেরপা তেনজিংখ. অশোগ. পঞ্চেন লামাঘ. দালাই লামাসমাধান: ঘ. দালাই লামালিঙ্ক:dalailama/solved by edpdbd.org৬. আংকর ওয়াট কোন দেশে?ক. বলিভিয়াখ. ক্যাম্বোডিয়াগ. থাইল্যান্ডঘ. লাওসসমাধান: খ. ক্যাম্বোডিয়ালিঙ্ক:whc.unesco.org/en/list/668solved by edpdbd.org৭. আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে?ক. ইরাকখ. লেবাননগ. সিরিয়াঘ. ইরানসমাধান: গ. সিরিয়াsolved by edpdbd.org৮. বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?ক. পল এ্যালেনখ. স্টিভ জবসগ. পল ব্রেনার্ডঘ. জন ব্যাকাসসমাধান: ক. পল এ্যালেনলিঙ্ক:paulallen/solved by edpdbd.org৯. Great Leap Forward ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচীটির প্রবক্তা হচ্ছেনক. দেং শিয়াও পিংখ. মাও সে তুঙগ. হু জিনতাওঘ. চৌ এন লাইসমাধান: খ. মাও সে তুঙলিঙ্ক:britannica/EBchecked/topic/243427/Great-Leap-Forwardsolved by edpdbd.org১০. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?ক. স্যার আইজ্যাক নিউটনখ. আলবার্ট আইনস্টাইনগ. আলেকজান্ডার গ্রাহাম বেলঘ. মেরি কুরিসমাধান: ঘ. মেরি কুরিলিঙ্ক:en.wikipedia.org/wiki/Nobel_Prize#Specially_distinguished_laureatessolved by edpdbd.org১১. মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত ?ক. বেসবলখ. বাস্কেটবলগ. ফুটবলঘ. রাগবিউত্তর : খ. বাস্কেটবললিঙ্ক: wikipediasolved by edpdbd.org১২. মালদ্বীপের প্রধান ভাষা -ক. হিন্দীখ. মালয়গ. আরবীঘ. ধীভেহীউত্তর : ঘ. ধীভেহীলিঙ্ক: wikipediasolved by edpdbd.org১৩. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করে ?ক. ভারতখ. ইসরায়েলগ. আয়ারল্যান্ডঘ. শ্রীলংকাউত্তর : ঘ. শ্রীলংকালিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org১৪. ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম -ক. ওয়েস্টমিন্সটারখ. হাউজ অব লর্ডসগ. হাউজ অব কমন্সঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভউত্তর : ক. ওয়েস্টমিন্সটারলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org১৫. ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে -ক. নবম আইসিসি বিশ্বকাপ ক্রিকেটখ. দশম আইসিসি বিশ্বকাপ ক্রিকেটগ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটঘ. দ্বাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটউত্তর : গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org১৬. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন ?ক. ব্রিটিশ প্রধানমন্ত্রীখ. ব্রিটিশ বিরোধী দলীয় নেতাগ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকারঘ. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীউত্তর : গ. ব্রিটিশ চ্যান্সলর অবদ্য এক্সচেকারলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org১৭. ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা প্রাক্তন কোন রাজ্যের অন্তর্গত ছিল -ক. মধ্যপ্রদেশখ.অন্ধ্র প্রদেশগ. ছত্তিশগড়ঘ. কর্ণাটকউত্তর : খ.অন্ধ্র প্রদেশলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org১৮. ভূটানের রাষ্ট্রীয় ফুল কি ?ক. নীল পপিখ. লাল গোলাপগ. পদ্মঘ. লিলিউত্তর : ক. নীল পপিলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org১৯. পোলান্ডের মুদ্রার নাম :ক. পেসোখ. জলটিগ. করুনাঘ. ইউরোউত্তর : খ. জলটিলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org২০. আরব বসন্তের সূচনা হয় -ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়খ. মার্চ ২০১১, মরক্কোয়গ. জানুয়ারি ২০১২, মিশরেঘ. জুন ২০১২, বাহরাইনেউত্তর : ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়লিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org২১. কোন ব্রিটিশ সমরপদকটি সর্বোচ্চ মর্যাদার ?ক. অর্ডার অব দ্যা ব্রিটিশখ. ভিকটোরিয়া ক্রসগ. মিলিটারী ক্রসঘ. মিলিটারী মেডেলউত্তর : খ. ভিকটোরিয়া ক্রসলিঙ্ক: wikipedia.org/solved by edpdbd.org২২. স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত -ক. প্রশান্ত মহাসাগরখ. ভূমধ্যসাগরগ. দক্ষিণ চীন সাগরঘ. ভারত মহাসাগরউত্তর : গ. দক্ষিণ চীন সাগরলিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org২৩. কোন সনের কৃষ্ণ সোমবারে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের৩৩% দরপতন হয় ?ক. ১৯৮৭খ. ১৯৯৯গ. ১৯৩০ঘ. ২০০৭উত্তর : ক. ১৯৮৭লিঙ্ক: wikipedia.orgsolved by edpdbd.org২৪. প্রাক্তন সিআইএ এজেন্ট এডোয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন
Posted on: Fri, 01 Nov 2013 17:42:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015