ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ঘ’ - TopicsExpress



          

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ঘ’ ইউনিটের বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নের সমাধান বাংলা ১. লেপের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে- বাক্যটি একুশের গল্পের। ২. পদাশ্রিত নির্দেশক নয়-গুচ্ছ। ৩. আঠারো বছর বয়সে কী নেই-ভয়। ৪. যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ- বাক্যটি জটিল। ৫. একটি তুলসী গাছের কাহিনী গল্পে কল্পনাপ্রবণ ও সংবেদনশীল চরিত্র-মতিন। ৬. সোনার তরী কবিতায় নিরুপায় – ঢেউগুলি। ৭. রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রঙ ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত – বাক্যটি যৌবনের গানের। ৮. সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ- ফারসি। ৯. বাক্যের পদগুলোকে যথাস্হানে স্হাপন স্হাপন করাকে বলে-আসত্তি। ১০. উপ উপসর্গ ক্ষুদ্রার্থে গঠিত শব্দ- উপসাগর। ১১. বিদেশি উপসর্গজাত শব্দ নয়- (নিমতিতা- তিতা শব্দটি সংস্কৃত কিন্তু নিম ফারসি উপসর্গ) আসলে সঠিক উত্তর নেই। ১২. কমলাকান্তের বয়স-একান্ন বছর দুই মাস তের দিন চার ঘন্টা পাঁচ মিনিট। ১৩. কত ঊর্ণাজাল বুনে এখান ঊর্নাজাল অর্থ- মাকড়শার সুতায় তৈরি জাল। ১৪. অনির্দেশক সর্বনাম-কেউ। ১৫. Self preservation is the first law of nature অর্থ-চাচা আপন প্রাণ বাঁচা ১৬. কবর কবিতায় বৃদ্ধ কাকে ঘুম ভোলা মোর যাদু – ছোট মেয়ে ১৭. অবজ্ঞা শব্দের উচ্ছারণ- ক. অবোগগা ১৮. drop-scene- যবনিক পতন ১৯. বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু-করণ। ২০. কোন শব্দগুচ্ছ সমার্থক-ছায়া, আভাস, প্রতিকায়, আদল। ২১. হৃদয় লব্দে ‘হ’ এর সঙ্গে যুত্ত হয়েছে-ঋ- কার। ২২. যেমন কর্ম তেমন ফল-সাপেক্ষ সর্বনাম। ২৩. গল্প>গপ্প ধ্বনি পরিবর্তন- সমীভবন। ২৪. একবিংশ হচ্ছে-পূরণবাচক। ২৫. অর্ধাঙ্গী রচনায় উল্লেখিত ভগিনীদের রোগের নাম-দাসত্ব ইংরেজি Read the following passage and answer the questions below(1-5) 1.The tone of the passage is: Ans:C.Hopeful 2.The best title for this passage is: Ans:A. Second Green Revolution in Asia 3.The title suggests that the key to the second green revolution will be to come up with Ans:A.susceptible 4.An antonym of ‘imminent’ is: Ans:A.pending 5.To be ‘prone’ to be Ans:B.Vulnerable 6.A radiologist is most often employed in: Ans: C.Hospitals 7.The verb form of trauma is : Ans:A.traumatize 8.Synonym of ‘tacit’? Ans:C.implicit 9.Proper antonym of ‘waver’? Ans:B.determine 10.Correct translation: “মীর মশাররফ হসেন ছিলেন বিচিত্র ধর্মী লেখক” Ans:A. Mir Musharraf Hussain was a versatile writer. 11.Choose the correct spelling: Ans:D.mongoose 12.To discover is_______ about something that already exists, but to invent is _____ something new. Ans:A.to learn, to create 13.One-third of the students _____ present in the class. Ans:C.are 14.We are moved not by the fall of _______ great man but the elevation to heroism of what we had taken to be ________ little man. Ans:A.a, a 15. Let’s discuss _________ the ways of improving the basic skills of English. Ans:D.no preposition needed 16.”Well” is usually an adverb and so describes _________ , but when it refers to health it can be an adjective________ Ans: B. Verbs, Nouns 17.Much as Rome ________ roads through Europe in the years of the Roman Empire, Britain________ railways and strung telegraph wires in India. Ans: C. had built, built 18.Each of the students who filled out the admission form _________ the test. Ans: C.has appeared at Choose the word what is closest in meaning to the word in italics(19-20) 19. The private hospital business is ‘booming’ in Bangladesh. Ans:B. flourishing 20.The government has also decided to ‘concentrate’ on improving the quality of health-care. Ans:C.focus Which of the following sentences is correct? (21-25) 21.Ans:A. The country has adopted a new industrial policy. 22. Ans: C. Where were you born? 23.Ans: C.The two parties have different views of democracy. 24.Ans: B.Who does the book belong to? 25. Ans:C. Over a billion people use Microsoft Windows operating system বাংলাদেশ বিষয়াবলী ১। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। ২। ৪৭ এর দেশভাগ নিয়ে নির্মিত চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে। ৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। ৪। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান – সাংগ্রাই। ৫। নদী ও নারী উপন্যাসের রচয়িতা – হুমায়ুন কবির। ৬। গিনেজ বুকে নাম এসেছে বাংলাদেশের ৭। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র- স্পারসো। ৮। ক্ষুদ্র- নৃগোষ্ঠির জনসমাজ থেকে ‘বীর বীক্রম’ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা- ইউকে চিং মারমা। ৯। সেন্টমার্টিনের স্থানীয় নাম – নারিকেল জিনজিরা। ১০। লালবাগ কেল্লার আদি নাম – আওরঙ্গবাদ দুর্গ। ১১। প্রথম মহিলা বাংলাদেশী এভারেস্ট বিজয়ী- নিশাত মজুমদার। ১২। পিঙ্কা লঞ্চ ডুবে যায় – ৪ আগস্ট, ২০১৪ ১৩। বাংলাদেশ ব্যঙ্কের প্রথম গভর্নর – এ এন হামিদুল্লাহ। ১৪। মুজিবনগরের প্রথম অর্থমন্ত্রী – এম মনসুর আলী। ১৫। কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন – ১৪ ফেব্রুয়ারী, ১৯০৪ সাল ১৬। কাজী নজরুলের লেখা প্রথম উপন্যাস- বাঁধনহারা ১৭। মহাসেন সম্পর্কিত সাইক্লোন এর সাথে। ১৮। ডাবল সেঞ্চুরির মালিক একমাত্র বাংলাদেশী- মুশফিক ১৯। টাকার জাদুঘর অবস্থিত – বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর ২০। সীরাজউদ্দৌলার প্রকৃত নাম- মীর্জা মোহাম্মদ ২১। জাতীয় সঙ্গিতের ইংরেজি অনুবাদক – সৈয়দ আলী আহসান ২২। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন ৩৫ জন। ২৩। বাংলাদেশ- ভারতের চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯ মার্চ,১৯৭২ সালে। ২৪। ‘আলোকিত মানুষ’ বিশ্বসদাহিত্যকেন্দ্রের কর্মসূচী। ২৫। বাংলাদেশে বাস করে না ‘নাগা’ উপজাতি।
Posted on: Fri, 26 Sep 2014 13:17:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015