ঢাকার প্রযুক্তি বাজারে - TopicsExpress



          

ঢাকার প্রযুক্তি বাজারে এখন স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বিক্রি বেশ ভালো। তবে বিক্রেতারা জানান, স্মার্টফোনের চাহিদাই বেশি। বেশির ভাগ ক্রেতা ১০ থেকে ১৫ হাজার টাকার স্মাটফোন কিনছেন। গত এক মাসে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের দাম কমেছে। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার থেকে সংগৃহীত স্মার্টফোন ও ট্যাবলেটের দাম নিচে দেওয়া হলো।স্মার্টফোনস্যামসাং: গ্যালাক্সি এস ফোর ৬৩,৫০০; গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০; গ্যালাক্সি এস ডুয়োস ১৮,৫০০ ও স্টার এস৫২৮২-৭,৯০০ টাকা। অ্যাপল: আইফোন ফাইভ ৫৮,০০০ ও আইফোন থ্রি ৩২,০০০ টাকা। নকিয়া: লুমিয়া-৯২০ ৪৬,৮৫০; লুমিয়া ৬২০ ১৮,৫০০; লুমিয়া ৭২০ ২৩,৯৯৯ ও এন৯ ৫২,০০০ টাকা। সনি এরিকসন: এক্সপেরিয়া জেড ৫৪,৯০০; আইওন-৩০,৫০০; সোলা-১৮,৩০০; এসএল-২৯,০০০ ও এসিআরও এস-৩১,০০০ টাকা। ব্ল্যাকবেরি: জেট১০ ৫৫,০০০ ও জেট ৯৮০০ ৩৫,০০০ টাকা। সিম্ফোনি: ডব্লিউ৮০ ১৯,৯৯০; ডব্লিউ৫০ ৯,৩৯০; ডব্লিউ২০ ৫,১৫০; ডব্লিউ৩০ ৬,২২৫; ডব্লিউ৬০ ৮,৩৯০; ডব্লিউ৭০ ৯,৮২৫ ও ডব্লিউ৯০ ১১,৯৯০ টাকা। ওয়ালটন: প্রিমো জেনারেল-৭,৪৯০ ও এনএক্স ১৭,৯৯০; প্রিমো ৭,৪৯০; এফ ওয়ান ৮,৯৯০; জি টু ১২,৫৯০; জি থ্রি ১১,৯৯০ ও প্রিমো আরওয়ান ১০,৯৯০ টাকা।ট্যাবলেটঅ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৩৮,০০০; ৬৪জিবি-৫৪,০০০; আইপ্যাড ফোর ৮জিবি ৩৯,০০০; আইপ্যাড ফোর ৬৪জিবি ৬৯,৫০০ ও আইপ্যাড টু ১৬জিবি ৪৭,০০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব টু ৭.০ ৮জিবি ২৫,০০০; ট্যাব টু ১০.১ ১৬জিবি ৩৩,০০০; ট্যাব ১০১ ওয়াই-ফাই ৩২,০০০; গ্যালাক্সি ট্যাব টু জিটি পি৩১০০ ৩১,০০০ ও ট্যাব টু জিটি৫১০০ ৪২,০০০ টাকা। আসুস: নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৬,০০০; টিএফ১০১জি নিভিডিয়া ৪৪,০০০ ও মেমোপ্যাড ১৫,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা। সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০; এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা। লেনোভো: এ২-১০৭এ ১৭,২০০ টাকা। তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা। সিম্ফোনি: টি৭-১০,৮৫০; টি৮-১২,৮৫০ টাকা। এরকোর্স: এরনোভা ৭সি জি৩ ১৩,০০০; ৮০এক্সএস-২৩,০০০; চাইল্ডপ্যাড-১২,৫০০; ৭সি জি৩-১৩,০০০ ও ৯জি২-১৭,০০০ টাকা।বাজারে নতুনস্মার্টফোনঅ্যাপল: আইফোন ৪এস ৪৯,৫০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি কোর ২৩,৯০০ ও গ্র্যান্ড ডুয়োস ২৯,৯৯০ টাকা। সিম্ফোনি: ডব্লিউ৬৮ ৬,৪৯০; ডব্লিউ৬৫ ৬,২৫০; ডব্লিউ৭১ ৯,১৫০ ও ডব্লিউ৮২ ৮,৯৯০ টাকা। ওয়ালটন: প্রিমো আর টু ১৬,১৯০।ট্যাবলেটঅ্যাপল: আইপ্যাড মিনি ৩২জিবি ৫৩,০০০ ও আইপ্যাড ফোর ৩২জিবি ৬২,০০০ টাকা। স্যামসাং: গ্যালাক্সি ট্যাব টু ৮.৯ ১৬জিবি ৩৯,০০০ টাকা। Admin:sam
Posted on: Sun, 25 Aug 2013 06:02:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015