ঢাবি খ ইউনিটের #বাংলা ও - TopicsExpress



          

ঢাবি খ ইউনিটের #বাংলা ও #ইংলিশ প্রশ্নের সমাধান সেট ১ নিচের অনুচ্ছেদটি পাঠ কর এবং প্রথম পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রশ্ন নং ১-৫): ১. ওপরের অনুচ্ছেদে কয়টি প্রবাদ-প্রবচন রয়েছে? উত্তর: ঘ-চারটি ২. অনুচ্ছেদে ব্যবহৃত যুক্তবর্ণের মোট সংখ্যা উত্তর: ঘ-২১ ৩. অনুচ্ছেদে তৎপুরুষ সমাসবদ্ধ পদ কয়টি? উত্তর: খ-চারটি ৪. অনুচ্ছেদটিতে ব্যবহৃত বিশেষণের সংখ্যা উত্তর: খ-চৌদ্দ ৫. অনুচ্ছেদটিতে কত রকমের ছেদটিহ্ন ব্যবহৃত হয়েছে ? উত্তর: ঘ-পাঁচ রকমের (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ৬. কোন কবিতায় সম্বন্দ পদের ব্যাপক ও বৈচিত্র্যময় ব্যবহার রয়েছে? উত্তর: ঘ- আমার পূর্ব বাংলা ৭. সঠিক বিপরীত শব্দযুগল নয় উত্তর: গ-গুণ-গান ৮. কোনটি সমার্থক শব্দ নয়? উত্তর: ক-অভ্র ৯. “বাক্যাংশটিতে আসলে ব্যাঙ্গ করিয়া বলা হইয়াছে যে -আমাদের আচরন এতই বর্বড় ছিল যে তা কাপুরুষতার চাহিতেও লজ্জ্বাজনক ছিল।” -চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা উত্তর: ঘ. সাত ১০. Millennium-এর পরিভাষা উত্তর: গ- সহস্রাব্দ (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ১১. ম্লেচ্ছ ও কচ্ছ দেশের কথা বলা হয়েছে কোন দু’টি রচনায়? উত্তর: ক-হৈমন্তী ও বিলাসী ১২. ‘জোছনা-মায়া’র কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায়? উত্তর: ঘ- আমার পূর্ব বাংলা ১৩. “আগেই সন্ধ্যা আজ সময়ের নেমেছে।”- বাক্যের কোন বৈশিষ্ট্যটি একানে নেই? উত্তর: ই- আসক্তি ১৪. ‘কামরা’-কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর: ক- পর্তুগিজ ১৫. ‘হৈমন্তী’ গল্পে উল্লিখিত এডমন্ড বার্কের রচনা কোন বিষয়ক? উত্তর: গ- ফরাসী বিপ্লব (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ১৬. ভূন্দের বাবু হলেন উত্তর: ক-বাংলা নবজাগরণ ১৭. কোন শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত? উত্তর: ক-গরমিল ১৮. পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় উত্তর: খ-বিভক্তির মতো ১৯. “কথাটি বলে থাকব কিন্তু মনে পড়ছেনা।” উত্তর: ঘ-সাধারণ ভবিষ্যৎ ২০. অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংক্ষিপ্ত রূপ উত্তর: গ-হয় (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ২১. শোক দূর হয়েছে যা বাক্যচিকে সংকোচন করলে হবে উত্তর: খ-বীতশোক ২২. He is a hard nut to crack. -বাক্যটির সঠিক বাংলা অনুবাদ উত্তর: গ. তিনি কঠিন লোক। ২৩. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কোন তথ্যটি সঠিক নয়? উত্তর: ক- সে বিশ-বাইশ বছর ধরে দফাদার ২৪. কোনটি সঠিক নয়? উত্তর: ঘ- √মুগ + জ = মুগ্ধ ২৫ “ছোট কিন্তু রসে ভরা।” -বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে উত্তর: ঘ- ছোট হলেও রসে ভরা । (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ঢাবির খ ইউনিটের ইংলিশ প্রশ্নের সমাধান সেট ১ Read the following passage and answer the questions below(1-6) 1. What was the result of the writer’s second shock? Ans:A. He was baffled 2.In the passage ‘quarry’ means Ans:C. the place from where the stone was dug out 3.The word ‘apparent’ means Ans: A.obvious 4.What surprised the writer at first? Ans:C. The island itself 5.Why was the writer astonished by the fact that the island was barren? Ans: B.Nobody looked unhappy or hungry (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) 6.Which sentence is true? Ans:A. many statues were spread all over the island. 7.All my efforts to bring about a compromise ended________smoke. Ans:B.in 8.When________penicilin? Ans:did Fleming invent 9.We went to Rajshahi last month to see the house where we________in the 1960s. Ans:D.used to live 10.Control__________, Sabah! Everything is fine, so don’t start crying. Ans:A.yourself (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) 11.Rahim is one________ superstitious people I know. Ans:D.of the most 12._______ pair of socks __________ too small for me. Ans:A.This,is 13.The weather is _________ gloomier today than it was yesterday. Ans:D.much 14.To “catch off guard” means Ans:C.to get someone when he/she is careless 15.In the poem “Ozymandias”, the phrase “king og kings” is an example of Ans:A.exaggeration (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) 16.While the man______ in the field, suddenly a dog came and________ him. Ans:B. was working, bit 17.Choose the appropriate translation of “ তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো”। Ans:A. It would have been better if you could give it to me earlier. 18.We______ to Dhaka in 1994 and _________ her since then. Ans:B.came, have been living 19.The word ‘fabricate’ is nearest in meaning to_________ Ans:A.manufacture 20.Several new diseases_________ in the recent years. Ans:B. have come up (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) 21.Hamidur Rahman_________to make the _____________ of the Shaheed Minar. Ans:D.was assigned, design 22.___________his convincing argument, the project was not proved. Ans:C. Despite 23.In Robert Herrick’s poem “To Daffodils” human life is compared with Ans:D.all three(A,B,C)/summer’s rain, morning dew, spring 24. He wanted nobody___________ to know________ the treasure was hidden. Ans:B.but himself, where 25. The universities have opened recently, ________? Ans: C.haven’t they
Posted on: Fri, 19 Sep 2014 13:47:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015