তিউনেশিয়ার বর্তমান - TopicsExpress



          

তিউনেশিয়ার বর্তমান বিরোধী দল আন্নাহাদা মুভমেন্ট এর নেতা রশিদ ঘান্নুশির জীবনী লিখেছেন ড. আযযাম তামিমি। বইটির নাম - A Democrat within Islamism । সেখানে তিনি ঘান্নুশির ছোট বেলার অভিজ্ঞতা লিখেছেন। কিভাবে ঘান্নুশি একটি কলোনিয়াল ফ্রান্সে বড় হয়েছেন সে অভিজ্ঞতা। এক জায়গায় তিনি লিখেছেন- যয়তুনা কলেজে পড়ার সময় ঘান্নুশি ইসলাম বিষয়ে যেসব লেকচার শুনতেন সেগুলোকে অনেক অনেক আগের কিছু অবসলিট বয়ান মনে হত, যার কোন রেলিভেন্স নাই। এরপর তিনি ধীরে ধীরে লেফটিস্ট আইডয়োলজি দ্বারা প্রভাবিত হন। অর্থাৎ, ইসলামের একটা বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যার ক্রাইসিস তাকে বিকল্প পথ খুঁজতে উৎসাহিত করে। ----------------------------------------------------------------------------------------------------------- ইউরোপে এই সমস্যা আমি প্রবলভাবে উপলব্ধি করেছি। আমি শুক্রবারে যে মসজিদে নামাজ পড়তে যাই সেটা একটা মরোক্কান মসজিদ, যেখানে আরবিতে খুতবা হয় । মরোক্কান কমিউনিটিতেও সবাই আরবি বলেন না। খুব অল্প একটা অংশ আরবি ভাষাভাষী। এদের বেশীর ভাগই মুরব্বি যারা ছোটবেলায় মরক্কোতে বড় হয়েছেন এবং এই সুবাদে যৎসামান্য আরবি জানেন। ইয়াং লোকজনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় যে এদের শতকরা ৯০ ভাগই আরবি জানে না। এই খুতবা এবার এর কন্টেন্ট যাই হোক না কেন এটা ঘান্নুশির উপলব্ধির মত অবসলিট। এটি খুব অল্প মানুষের কাছেই পৌঁছে। এর মর্ম এবং প্রাসংগিকতা উপলব্ধি করা সম্ভব হয় না। এই খুতবা এই সমাজ সম্পর্কে কোন নির্দেশনা দেয় না। ----------------------------------------------------------------------------------------------------------- এর একটা অবধারিত ফলাফল হল ধর্ম একটা কালচারে পরিণত হয়েছে। দেশী কায়দার এ কালচারাল ধর্ম পালন যাতে ইন্টেকচুয়াল কনভিকশনের অভাব আছে সেটা খুব তরল একটা আকার ধারন করেছে যার যে কোন অংশ যে কোন সময়ে সুবিধামত পরিবর্তন করা যায়। ইসলাম ধর্ম যেসব ব্যাপারে বিধি নিষেধ আরোপ করেছে সেটাকে পরিস্থিতির দোহাই দিয়ে সিমপ্লিফাই করা যায়। উদাহরণ দেই- যেমন ক্রিস্টমাস ডে। অন্য ধর্মের ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দেখানো অর্থাৎ প্রতেক্যের তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে এ স্বীকৃতি দেয়া আর শিরকে শামিল হওয়া এক কথা না। যীশুকে আল্লাহর পুত্র বলার ব্যাপারে কোরআনে বলা হয়েছে- তারা বলেঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কান্ড করেছ।হয় তো এর কারণেই এখনই নভোমন্ডল ফেটে পড়বে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচুর্ণ হবে। এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহবান করে। অর্থাৎ আসমান এবং পৃথিবী চূর্ণ হওয়ার উপক্রম হয় এরকম একটি কথা যেখানে সেলিব্রেট হয় সেখানে গিয়ে নতুন জামা পড়ে আরাম করে খাওয়া দাওয়া করাটা ইসলামিক থিওলজির সাথে খুব কনফ্লিক্টিং। ------------------------------------------------------------------------------------------------------------ সমস্যা হল যারা ইউরোপ বড় হয় তারা কেন ট্যাক্স দেয়, কেন রাস্তার বাতির সিগন্যাল মেনে চলে এর কারণ জানে। এগুলো ইন্টেলেকচুয়াল কনভিকশন থেকে করে। কিন্তু ধর্মের ব্যাপারে তাদেরকে কেবলই বিশ্বাসের উপর নির্ভর করতে হয়। মুসলিম দেশে কালচারাল ইসলামের মধ্য দিয়ে যারা বড় হয় তারা শুক্রবারে নামাজ পড়ে, রমজানে রোজা রাখে। কিন্তু এসব দেশে এটা করা খুব একটা বড় কিছু বলে তার কাছে মনে হয় না। এ অবস্থায় ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি না জানলে এক দুই জেনারেশন পরেই হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে খুব বেশী মাত্রায়। ----------------------------------------------------------------------------------------- ইসলাম ধর্মে শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। এ কারণে নবিজীকে ধর্ম প্রচারের আগে পড়তে নির্দেশ দেয়া হয়েছে। নবীজি বদরের যুদ্ধে যুদ্ধ বন্দীদের একটা বড় অংশের প্রত্যেক ব্যক্তিকে একটি করে শিশুকে লিখতে পড়তে শেখানোকে মুক্তিপণ হিসেবে নির্ধারণ করেছিলেন। নিজে পড়তে না জেনেও কত বড় একটা কৌশলগত সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ভাবলে অবাক লাগে। অর্থাৎ তিনি একটি সিভিলাইজেশনের ভিত গড়ার কাজ দিয়ে প্রথম যুদ্ধ বিজয়ের উদযাপন করেছিলেন। ----------------------------------------------------------------------------------------------------- মিশরের লেখক নাগিব মাহফুজ একজন সোশ্যালিস্ট ছিলেন যিনি পলিটিকাল ইসলামকে বেশ অপছন্দ করতেন। তিনিও তার নোবেল পুরস্কারের ভাষণে জ্ঞান বিজ্ঞান চর্চায় ইসলামের ঐতিহাসিক অবস্থান এমনকি যুদ্ধে মুক্তিপণ হিসেবে বই নেয়ার মত ঘটনার কথা তুলে ধরে করে জ্ঞানের প্রতি ইসলামের ঐতিহাসিক অনুরাগকে তুলে ধরেছেন- As for Islamic civilization I will not talk about its call for the establishment of a union between all Mankind under the guardianship of the Creator, based on freedom, equality and forgiveness. Nor will I talk about the greatness of its prophet. For among your thinkers there are those who regard him the greatest man in history. I will not talk of its conquests which have planted thousands of minarets calling for worship, devoutness and good throughout great expanses of land from the environs of India and China to the boundaries of France. Nor will I talk of the fraternity between religions and races that has been achieved in its embrace in a spirit of tolerance unknown to Mankind neither before nor since. I will, instead, introduce that civilization in a moving dramatic situation summarizing one of its most conspicuous traits: In one victorious battle against Byzantium it has given back its prisoners of war in return for a number of BOOKS of the ancient Greek heritage in philosophy, medicine and mathematics. This is a testimony of value for the human spirit in its demand for knowledge, even though the demander was a believer in God and the demanded a fruit of a pagan civilization. ------------------------------------------------------------------------------------------------- মুসলিম উম্মাহর অন্যতম (সবচেয়ে) বড় ক্রাইসিস হল নলেজ ক্রাইসিস। আমি এ ব্যাপারে কনভিন্সড। যেখানে সঠিক জ্ঞানের চর্চা নেই, সেখানে ইসলাম নেই। মূর্খতা এবং ইসলাম একসাথে বসবাস করতে পারে না।
Posted on: Sat, 13 Dec 2014 10:12:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015