তিনজন ভাই আমাকে ইনবক্সে - TopicsExpress



          

তিনজন ভাই আমাকে ইনবক্সে কিছু প্রশ্ন করেছিলো এখন নিচে প্রশ্নসহ উত্তর দিলাম>>>> . 1.আপনার নাম কি?[আপনার নাম, উপনাম, উপাধি, বন্ধুদের দেওয়া ব্যাঙ্গাত্মক নাম সব বলতে হবে] উত্তর:- সার্টিফিকেট অনুযায়ী নাম রনি পারভেজ এবং রিয়েল লাইফে সবাই আমাকে এই নামেই চিনে তবে রফিকুল ইসলাম নামটা হুজুরের দেয়া বিধায় ফেসবুকে এই নামটার ব্যবহার করেছি । স্কুল লাইফে বন্ধুরা সবাই পাগলা‚ Mad এই নামে ডাকতো । . 2. সবার কাছে নিজেকে কিভাবে তুলে ধরতে চান? উত্তর:- যেভাবে আছি সেভাবেই । :-P . 3.এমন কি কোন ঘটনা আছে, যা মনে পড়লে এখনও লজ্জা লাগে? উত্তর:- মনে পরতেছেনা । . 4.কত বছর বয়স পর্যন্ত বিছানায় হিসু করেছেন? উত্তর:- ছুডো ছিলাম তাই মনে নাই :-P . 5. প্রথম কার উপর ক্রাশ খেয়েছেন এবং কিভাবে? উত্তর:- কোনো মেয়ের উপরে খাওয়াই স্বাভাবিক :-D । মেয়েটা স্কুলে পড়তো একই ক্লাসে । . 6.কি করতে পারলে নিজেকে সার্থক মনে হবে? উত্তর:- নিজের পায়ে দাড়াতে চাই আর পরিবারে আর্থিক স্বচ্ছলতা চাই তাহলেই স্বার্থক । . 8. আপনার জীবনে সবচেয়ে বিভ্রান্ত মুলক সময় কখন কিভাবে হয়েছিলো??? উত্তর:- স্কুলের ওই ছেমড়ি রে প্রপোজ করছিলাম আর ছেম্রী যাইয়া স্যার গো কাছে নালিশ দিছিলো তারপর পুরা স্কুল যাইন্যা যায় :-( । . 9.পিরিয়ড কি? উত্তর:- মেয়েদের একটা শারীরিক ব্যাপার । বিস্তারিত আলাপ আলোচনায় না যাই । :-P . 10.ভাত মুখে তোলার সময় আপনার হাত কত ডিগ্রী এংগেলে থাকে? উত্তর:- মাপি নাইতো কোনোদিন :-o . 11. চুলের হিন্দী শব্দ কি? উত্তর:- বাল । . ১২. ইংরেজী শব্দ ব্রাজিলের প্রথম তিন অক্ষর বাংলা শব্দে লিখুন? উত্তর:- ব্রা :v . 13. ছোট বেলায় কোন আংগুল চুষতেন? উত্তর:- ডান হাতের বুড়ো আঙ্গুল । . ১৪. আপনার গার্লফ্রেন্ডের সাইজ কত? উত্তর:- আগে গার্লফ্রেন্ড হোক পরে দিমুনি । :-D . ১৫.সানি লিওন যদি আপনারে বিয়ে করতে চায় তখন কি করবেন? উত্তর:- করুমনা । :-P . 16. কোনো মেয়ে যদি এসে বলে আপনি তাকে ধর্ষণ করেছেন আপনার অনুভূতি কি হবে? ?? উত্তর:- ধর্ষণ করলে এক ফিলিংস না করলে আরেক ফিলিংস । . ১৭. নাক ডাকলে আপনার নাকে কতো ডেসিবল শব্দ উতপন্ন হয় ??? উত্তর:- মেপে দেখতে হবে! !! . ১৮. একদিনের প্রধানমন্ত্রী হলে কি করবেন? ?? উত্তর:- প্রথমেই সব কালো টাকা সাদা করবো এবং তা গরীবের মাঝে বিলিয়ে দিবো কারণ‚ আমি ধনী-গরীবের মাঝে ভেদাভেদ দেখতে চাইনা । B-) . ১৯. আপনি কি চটি পড়েন? ?? উত্তর:- হ্যাঁ নিয়মিত চটি পড়ে রাস্তায় হাটি :-P . ২০. আপনি ডাল খেলে কিরকম শব্দ হয়? ??? উত্তর:- কট কট । . ২১. বর্তমানে কয়টা প্রেম রানিং? ?? উত্তর:- জীবনে প্রেম করা হয়নি তবে অনেক মেয়েকে ভাল্লাগছে । :-) . ২২. বন্ধুর প্রেমিকাদের উপর ক্রাশ খাওয়ার অভিজ্ঞতা আছে? ?? উত্তর:- না নাই । . ২৩. প্রিয় বই কোন টা? ?? উত্তর:- ফেসবুক :-D . ২৪. প্রিয় জায়গা কোনটি? ?? উত্তর:- মিরপুর বোর্টানিক্যাল গার্ডেন ভাল্লাগে but অনইতিক কাজকর্ম দেখলে বিব্রত হওয়া লাগে । :-/ . ২৫. বিয়ে করবেন কয়টা? ?? উত্তর:- আল্লাহ মালুম :-D . ২৬. তোমার কোনো বন্ধু তোমার প্রেমিকা কে পছন্দ করে ফেললে তুমি কি তাকে তোমার প্রেমিকা দিয়ে দিবা? ?? . উত্তর:- আগে প্রেম করি তারপর দেখা যাবে । :-) . যারা প্রশ্ন করেছিলো তারা সবাই আমাকে স্ট্যাটাস এ ট্যাগ দিতে বলেছিলো কিন্তু আমি দিলাম না কারণ আমি চাই এই স্ট্যাটাস টা সবাই পড়ুক । কারণ ট্যাগ দিলে পোস্ট এর রিচ কমে যায় । আশাকরি প্রশ্ন কর্তারা নিজেই এই স্ট্যাটাস এ উপস্থিত হবেন যেভাবে তারা ইনবক্সে উপস্থিত হয়েছিলেন । ;-) ;-) ;-)
Posted on: Fri, 17 Oct 2014 09:18:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015