তোমাকে - TopicsExpress



          

তোমাকে সত্যিকার ভালোবাসাটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করো।।। তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা যদি আমার ভূল হয়ে থাকে, তাহলে ক্ষমা করো আমি কখনো তোমার সামনে আসবোনা, তুমি চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, নিজের ইচ্ছা গুলোকে সাথে নিয়ে এগিয়ে যাও, আমার কথা ভেবোনা, কারণ আজ থেকে আমি তোমার কেউ না, আজ থেকে কষ্টই আমার জীবন সঙ্গী... তবে মনে রেখো আমি তোমাকে ভালোবাসি,,, আর ভালোবেসেই যাবো... কেউ পারবেনা আমায় ঠেকাতে॥ এখন গভীর রাতে ফোন এলে চমকে উঠি....এই বুঝি তুমি ভুল করে ফোন করলে....ফোনের ম্যাসেজ টিউনটা বেজে উঠলেই স্থির মনটা চঞ্চল হয়ে ওঠে....হয়ত স্ক্রিনে ভেসে উঠবে Miss you....কোথাও ফোন দিতে গেলে আনমনে তোমার নাম্বারটাই ডায়াল করি....বিশেষ দিনগুলো এখনও তোমায় নিয়ে সাজাই....ভুলে যাই....তুমি পাশে নেই...
Posted on: Tue, 03 Sep 2013 09:04:07 +0000

Trending Topics



v>

Recently Viewed Topics




© 2015