তামিম ইকবালের বিয়েতে কত - TopicsExpress



          

তামিম ইকবালের বিয়েতে কত টাকা খরচ করা হবে জানেন? আড়াই কোটি টাকার উপরে। - বিয়েতে আসবে এক ঝাক ভারতীয় সংগীত শিল্পী,তাদের মধ্যে থাকবে শান,সুনিদি,সনু নিগম। - বিয়েতে ড্যান্স করতে আনা হবে ভারতীয় পেশাদার ড্যান্সার ললনাদের। - বিয়েতে তামিম আর তার হবু স্ত্রী যে পোশাক পড়বে তা ভারত থেকে আনা হচ্ছে। - বিয়েত্দ ফটো তুলতে আনা হচ্ছে মালয়েশিয়া থেকে প্রফেশনাল ফটোগ্রাফার। - থাকবে ভারতীয় ডিজে। এই হলো আমাদের ক্রিকেটার। আমার কথা হলো ভারতের আইপিএলে লান্ছিত তামিম সব কিছুই ভারতীয় দ্বারা করাতে কমফোর্ট ফিল করলে বিয়েটা ভারতে করলেই পারেন? বলবেন উনার টাকা আছে,উনি খরচ করবেন। মনে পড়ে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে কিরকম প্যাদানী খেয়েছিল টাইগাররা? জিম্বাবুয়ের ক্রিকেটাররা আমাদের এক তামিমের টাকায় সারা বছর চলতে পারবে। এদের যে টাকা গুলো দেশ দেয় তার কতো টুকু প্রতিদান এরা দিতে পারছে?মাঠে কতোটুকু কমিটমেন্ট দেখায় এরা?
Posted on: Wed, 19 Jun 2013 17:28:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015