তামিমের রাজসিক বিয়ে - TopicsExpress



          

তামিমের রাজসিক বিয়ে শনিবার $$ বিয়ের খরচ ধরা হয়েছে প্রায় পৌনে তিন কোটি টাকা। তামিমের মা নুসরাত ইকবাল পুত্রবধুকে দিচ্ছেন ৫০ ভরি স্বর্ণালংকার। আর বিয়ের কাবিন ধরা হয়েছে ৫০ লাখ টাকা। আর অতিথিদের মুগ্ধ করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা হয়েছে এক ঝাঁক শিল্পী ! (আসলেই ভারতীয় মাল ছাড়া ইদানিং আর কিছুই জমে না ! তাছাড়া বাঙ্গালির শীতল শরীরে সুড়সুড়ি দিতে ভারতীয় নারীর চেয়ে উত্তম জিনিস আর কিইবা হতে পারে ! আফটার অল - ভারতীয় মা বোনেরা ছাড়া কে পারবে এমন চমৎকার করে শরীর দেখাতে ! তাই আমরাও ভাড়া করে ভারতীয় মাল নিয়ে আসি - আমরা যে নিরুপায় ! )
Posted on: Fri, 21 Jun 2013 18:47:18 +0000

Recently Viewed Topics




© 2015