তোমার আমার কারো মুখে কথা - TopicsExpress



          

তোমার আমার কারো মুখে কথা নেই, বাতাসেও নাই সাড়া ; জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা I দুজনেই কাছে, তবু যেন কত দূর ; ভ্রমরের কানে মৌমাছি আনে সুর I তোমার আঁখির পল্লবে মোর, আঁখি যে নিমেষে হারা I তোমার আমার মতনই যেন গো এ রাতের ভাষা নাই ; কথা হারায়ে স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই I জানি না তো কেন দিলে তুমি মোরে ফুল, এ রাতের শেষে মনে হবে এতো ভুল ; হাসি দিয়ে যার শুরু হয় সেতো আঁখিজলে হয় সারা I কথা - শ্যামল গুপ্ত সুর - অনিল বাগচী তোমার আমার কারো মুখে কথা নেই আধুনিক গানে কল্যাণসুন্দর https://youtube/watch?v=2cwmhjfr8jk
Posted on: Tue, 30 Sep 2014 05:13:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015