“তোমার আমার জীবনের সময়টা - TopicsExpress



          

“তোমার আমার জীবনের সময়টা খুবই অল্প। ঠিক কচু পাতার উপর পানি যেমন টলোমলো। ঠিক মনযোগ দিয়ে শোনে যাদের হৃদয় ভেঙ্গে যাচ্ছে তারা... নারীর দেহকে ঘিরে গড়ে ওঠে যেমন পুরুষের ভালবাসা, তেমনি পুরুষের শরীর নারীকে টানে আর এটা ভালবাসায় রূপান্তরিত হয়। আমার কথাটা খারাপ শোনালেও কিচ্ছু করার নেই কেন না এটাই বাস্তব সত্য.. এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। এই অল্প সময়ের জীবনে বাবা মা এর থাকে সন্তানের কাছে কিছু প্রত্যাশা। সন্তান কষ্ট পেলে বাবা মায়ের পাঁজর ভেঙ্গে যায়। সেই সন্তান যদি ভালবাসার মোহে কোন ভুল সিদ্ধান্ত নেয় তবে বাবা মায়ের কলিজা ছিঁড়ে যায়। ওই সন্তান যখন প্রেমে ছ্যাঁকা খায় এবং দিশেহারা হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে, কেউ কেউ আতœহত্যার পথ বেছে নেয় তখন বাবা মায়ের জীবনটা ধবংস হয়ে যায়। তাদের জীবন ধবংস করার অধিকার সন্তানকে কে দিয়েছে ? কার জন্য কাঁদছো যে তোমাকে বুঝে না তাকে? কার জন্য নেশা করছো, জীবন দিচ্ছো যে কিনা শরীরকে ভালবাসে। অন্যের শরীর পেলে কি সে তোমাকে মনে করবে ; না এনজয় করবে কোনটা?? কতদিন মনে রাখবে তোমার কথা..???..মেহেদী মাসুদ খান
Posted on: Mon, 25 Nov 2013 19:09:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015