তোমার কি মনে আছে তোমার - TopicsExpress



          

তোমার কি মনে আছে তোমার সাথে আমার পরিচয় এর কথা । আমার বোনের বান্ধবি ছিলে তুমি।আমাদের প্রথম কথা হয় ফোনে ।আমরা শুধুই মজা করার জন্যই কথা বলতাম।আমাদের কথা বলার প্রথম শর্ত ছিল আমরা কখনো সম্পর্কে জড়াতে পারব না শুধুই বন্ধু হয়ে থাকবো। কিন্তু সবাই বলে যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারে না। আমরাও এই কথা কে বেশি দিন এড়িয়ে চলতে পারিনি।আমার আর তোমার বাসা ছিল দুই শহরে দেখা ও যে খুব বেশি হয়েছে তা না।হাতে গনা কয়েকবার।তাও যে খুব ঘনিষ্ঠ ভাবে তা ও না।প্রথম এ তোমার সাত্থে কথা হতো তোমার বাসার ফোনে। তারপর তুমি একটা সেট কিনলে।সময়টা ভালই ছলছিল।তারপর সবার যা হয় আমরা ও তার বাতিক্রম কিভাবে হতে পারি। তোমার বাসায় জানাজানি , সেট নিয়ে নেওয়া।তাও কি কিছু হয়...বাংলা সিনেমা তে একটা উক্তি প্রায় ই শোনা যায় ।হাস্যকর হলেও কথাটা কিন্তু খারাপ না "প্রেম মানে না বাধা।কষ্ট হলে ও তুমি আমার সাথে ঠিক ই যোগাযোগ করতে।তুমি আমাকে অনেক বার তমাকে নিয়ে জেতে বলেছ।তমাকে কিছুতেই বঝাতে পারিনি যে এখন তোমাকে আমার আনা সম্ভব না।তখন তুমি আমাকে বলতে যে আমি একটা কাপুরুশ।হয়ত তুমি ঠিকই বলতে। তোমাকে তোমার ভালবাসার মর্যাদা দিতে পারিনি।তোমার বাসার মানুষ আমাদের সম্পর্কের কথা আরও ভালভাবে বুঝতে পারল।তুমি তখন ও বলেছিলে "আমাকে এখান থেকে নিয়ে যাও" আমি পারিনি। তোমার বাসা থেকে তোমার বিয়ে ঠিক করলো আমাকে তুমি জানালে আমি কিছুই করতে পারলাম না। কিছু করাউ আমার পক্ষে সম্ভব ছিল না। এখন তুমি বিয়ে করে তোমার husbend এর সাথে আছো। এখনও আমি কিছুই করতে পারি না যখন তুমি আমাকে বল আমি এখনও তোমার ই আছি তুমি আমাকে পারলে এখনি নিয়ে যাও। আমি কি করবো তোমাকেও আমি এখনও আগের মতই ভালবাসি হয়ত আগের চাইতে অনেক বেশি বাসি।কিন্তু আমি কি করবো।আমি এখনও অপারগ।পারলে আমাকে ক্ষমা করে দিও।
Posted on: Sat, 27 Jul 2013 09:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015