তোমার স্মৃতিগুলো কেমন - TopicsExpress



          

তোমার স্মৃতিগুলো কেমন যেন ধূসর হয়ে যাচ্ছে লেখা কবিতাগুলো ছন্দ হারাচ্ছে মনের অজান্তে কত কথা ছিল বলার তবে বলা হয়নি তুমিও কখনও না বলা কথাগুলো বুঝে নিতে পারনি জানি সময়ের সাথে তুমিও হয়তো ভুলে গিয়েছ আমায় মুছে ফেলেছ আমায় তোমার হাতের রেখা থেকে সাত রঙের রংধনুতে রাঙ্গায় না এখন আমার তোমার জীবন স্পর্শ গুলো এখনও জাগিয়ে দেয় আমায় ঘুমের মাঝে তুমিও হয়তো হঠাৎ ভাবো আমায় আমি তো হারিয়ে গিয়েছি আনমনে অন্য কোথাও এখনও স্বপ্ন দেখে যাও তুমি অনেক বড় আমি তো নিজেকে গুটিয়ে নিয়েছি নিজের মাঝে
Posted on: Sat, 11 Oct 2014 18:03:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015