তোমায় পাওয়া ************* কবে - TopicsExpress



          

তোমায় পাওয়া ************* কবে পাব তোমার দেখা, কবে মিটবে এই মনের আশা। কবে দেখবো সেই গোলাপী ঠোঁট, যা দেখে এই দিলে লাগে চোঁট। কবে দেখবো সেই কাজল আঁকা চোখ, যে,চোখে দৃষ্টি দিলে মিটে যায় সব হ্মোব। কবে পাবো সেই ভেজা চুলের গন্ধ, যে গন্ধে আমি খুজেঁ পাই সব আনন্দ। কবে পাবসেই মেহেদী রাঙা হাতের পরশ যে ছোঁয়া পেলে সারা দেহ মন হয়ে যায় অবশ, কবে দেখবো সেই মুক্তা ঝরা হাসি, যা দেখে ফেঁসে গেছি এই আমি। কবে দেখবো সেই চাঁদ মুখ, যা দেখার জন্য ফেটে যায় এই বুক। কবে শুনবো সেই মিষ্টি মধুর কথা, যা না শুনলে এই মনে পায় ব্যথা। কবে আসবে তুমি আমার এই বুকে, তোমায় না পেলে এই জীবন হয়ে যাবে ফিকে। কবে শুনবো সেই সাহস দেওয়া বাণী, যা শুনে সব দুঃখ হয়ে যায় পানি। কবে পাবো,তোমায়, কবে ছুঁয়ে দেখবো তোমায়। কবে তোমার কোলে মাথা রেখে, শুনবো তোমার গান। তোমার জন্য.এই বুকটা হয়ে আছে খান খান। কবে দেখবো দু চোখ ভরে তোমায়, আমি আজও আছি সেই আশায় আশায়।
Posted on: Sat, 06 Jul 2013 08:37:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015