তোর পথচলাটা সাভাবিক তার - TopicsExpress



          

তোর পথচলাটা সাভাবিক তার মাঝে কোনো ভূল নেই কিন্তু তোকে যখন কারো সাথে কথা বলতে দেখি তখন jealous feel হয়। তুই যখন কারো কথা আমার সাথে শেয়ার করিস তখন আমার খারাপ লাগে । তুই যখন বলিস, আমি তোর সাথে কথা না বললেওআগের মত তোর কষ্ট হয় না, তখন আমার মন খারাপ হয়ে যায়। তুই একান্তই আমার হয়ে থাকবি ?? মন মন্দিরে ভালবাসার ঝর্নাধারা বইবে দিব শুধুই তোর জন্য। আমি যে তকে ভালবাসিরে। এত সব ভাবলে কি আর প্রেম হয় ? চলনা দুজনে মিলে ছোট্ট খেয়ায় যাত্রা করি অজানার পথে, যেখানে তুই আর আমি ছাড়া আর কেঊ থাকবে না। যাবি আমার সাথে ? আদি
Posted on: Mon, 15 Jul 2013 21:43:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015