তালিবান প্রধান মুল্লাহ - TopicsExpress



          

তালিবান প্রধান মুল্লাহ মুহাম্মাদ উমার(হাফিযাহুল্লাহ) পরিষ্কার করে দিলেন, তালিবানরা খিলাফতের জন্য লড়াই করছেন না, এবং তিনি খালীফাহ ছিলেন না, এইরকম দাবী কখনই তিনি করেনওনি; বরং তারা লড়াই করছেন আফঘানিস্থানের সীমান্তের ভেতর শুধু আফঘান জনগনের জন্য ইসলামি হুকুমাত প্রতিষ্ঠার জন্য এবং তারা প্রতিবেশী অন্যান্য জাতীয়তাবাদী রাষ্ট্রের সাথে সুসম্পর্কের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান চান (যেমনটা তারা করেছিলেন যখন তারা কাবুলের ক্ষমতায় ছিলেন, পাকিস্থান-সউদি আরব-আরব আমিরাতকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে দূত পাঠিয়েছিলেন এবং জাতিসংঘের সদস্যপদ চেয়েছিলেন বলে কথিত আছে)! অতএব সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো, যারা তাকে খালীফাহ হিসেবে দেখাতে চেয়েছে তারা সত্য বলেননি (আল্লাহ তাদের হিদায়াত দিন)! অতএব গোটা দুনিয়ার মুসলিম উম্মাহর খালীফাহর একমাত্র শরয়ী দাবীদার আমীরুল মুমিনীন খালীফাহ ইবরাহিম শাইখ আবু বকর হুসাইনী বাগ্বদাদী আল-ক্বুরাঈশী(হাফিযাহুল্লাহ), যার প্রতি বাইয়াত প্রদা্নের বাধ্যবাধকতার ব্যাপারে সমস্ত সংশয়ের চির অবসান হলো! একমাত্র অন্তরে রোগগ্রস্থ, বিদ্রোহী মনোভাবাপন্ন অথবা দলান্ধরাই এখন তাদের মিথ্যা ও কুৎসিত প্রোপাগান্ডা অব্যাহত রাখতে পারে। তবে আল্লাহর ইচ্ছায় হিদায়াত লাভ করে তাওবা করে হক্বের পথে ফিরে না এলে, আখিরাতের করুণ পরিণতির আগেই শীঘ্রই তারা দুনিয়াতে শোচনীয় জিল্লতি ভোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ! ইতিমধ্যেই পুনঃপ্রতিষ্ঠিত খিলাফাহ আল্লাহর ইচ্ছায় তার সকল শত্রুদের চূর্ণ করে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে... আল্লাহু আকবার!! We assure the world and the neighbors as we assured them in the past that our struggles are aimed only at forming an independent Islamic regime and obtaining independence of our country. We are not intending to interfere in the (internal) affairs of the region and the countries of the world, nor do we want to harm them. Similarly, we don’t tolerate their role to harm us and urge them to have reciprocal stance. I call on all Mujahideen in the frontier areas to protect their borders and maintain good relations with neighboring countries on the basis of mutual respect.- Mollah Mohammad Omar shahamat-english/index.php/paighamoona/47579-message-of-felicitation-of-amir-ul-momineen-may-allah-protect-him-on-the-auspicious-eve-of-eid-ul-fitr
Posted on: Fri, 25 Jul 2014 20:05:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015