তেহরানের এক কন্সট্রাকশন - TopicsExpress



          

তেহরানের এক কন্সট্রাকশন সাইটে কর্মরত কিশোর লতিফের একমাত্র কাজ সবার ফুটফরমায়েশ খাটা - সবার জন্য চা বানানো, রান্না করা, কিচেন ইউটেনসিলস সাফ করা, বাজার করা ইত্যাদি ইত্যাদি। এবং এই দায়িত্বটা কন্সট্রাকশন সাইটের অন্যান্য কাজের তুলনায় সহজ বলে সে কাজগুলো সে বেশ আনন্দের সাথেই করে থাকে। গ্যাঞ্জাম লাগে, যখন রহমত নামের এক অপেক্ষাকৃত দুর্বল বালক এই সাইটে কাজ করতে আসে এবং লতিফের কাজগুলো তাকে অ্যাসাইন করে দেয়া হয়। And that doesnt make Latif very happy :/ সে কন্টিনিউয়াসলি রহমতের সাথে অকারণ সব ক্যাচাল লাগাতে থাকে. কিন্তু এক পার্টিকুলার ক্যাচালের পর লতিফ হঠাৎ করেই আবিষ্কার করে - রহমত আসলে ছেলের বেশধারী একজন মেয়ে, যে তার পরিবারকে প্রোভাইড করার জন্য ছেলে সেজে কাজ করছে :/ এটা জানার পর অনেকটা হঠাৎ করেই লতিফের আচরণ বদলে যায় - যেন সে এক দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে গেছে :) (fuh... these kids!) কিন্তু কৈশোরের প্রেমকে পাত্তা দেয়ার মত সময় বা সুযোগ কোনটাই রহমতের (যার আসল নাম Baran) নেই। দরিদ্র পরিবার, পঙ্গু বাবা, মা-হারা ছোট ভাই বোন - এদের নিয়ে বেঁচে থাকার যুদ্ধে হাঁটু পর্যন্ত ডুবে আছে সে....... . . . বহুদ্দদিন...... and i mean বহুদ্দিন পর একটা অদ্ভূত মিষ্টি রোমান্টিক মুভি দেখলাম। যারা ইরানি মুভি নিয়মিত দেখেন তাদের কাছে মাজিদ মাজিদির কাজের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। রিমার্কেবলি ন্যাচারাল পারফরম্যান্স, স্পেশালি লিড অ্যাক্টর দুইজন তো পুরাই মাশাআল্লাহ!!!! মুভিটার সিমপ্লিসিটি হয়ত আপনাকে ওইরকম ধাক্কা দিতে পারবেনা, কিন্তু মুভি চলাকালীন আপনার ঠোঁটের কোণায় অটোম্যাটিকালি যে হাসিটা চলে আসবে, সেটা মুভি শেষ হবার ঘণ্টাখানিকের মধ্যেও দূর করতে পারবেন না, গ্যারান্টিড :) . Baran (2001) IMDB rating: 7.8
Posted on: Wed, 12 Nov 2014 05:04:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015