তথ্যঃ ::::: ►কানাডাতে - TopicsExpress



          

তথ্যঃ ::::: ►কানাডাতে পাবলিক প্লেসে প্রস্রাব করা ও থুথু ফেলার জন্যে 100কানাডিয়ান টাকা জরিমানা দিতে হয়। ►সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোন সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার না করেন তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান রয়েছে। ►শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন। ►POP MUSIC শব্দটি হলো Popular Music এর সংক্ষিপ্ত রুপ। ►FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ। ►আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth, (E)ast, (W) est, (S)outh । ►JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো “Gerenal Purpose Vehicle” -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ। ►আমাদের দেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা। ►কিবোর্ডের শুধু মাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER । ►তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে। স্পেডসঃ কিং ডেভিড ক্লাবসঃ অ্যালেকজেন্ডার দি গ্রেট হার্টসঃ চার্লস দি গ্রেট ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার ►সকল মেরু ভাল্লুক বাম হাতি। ►কোনো কিছুর সাহায্যে ছাড়া, আপনি নিজের শ্বাস বন্ধ রেখে মৃত্যুবরন করতে পারবেন না।। #সবাই_সাথে_থাকুন_লাইক_কমেন্ট_শেয়ার
Posted on: Fri, 08 Aug 2014 10:35:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015