তদন্ত এই শব্দটা বোধহয় - TopicsExpress



          

তদন্ত এই শব্দটা বোধহয় বাংলা অভিধান থেকে মুছে দেয়া উচিত। তদন্ত শব্দটি জনগণের অাস্থা হারিয়েছে! এই শব্দটির কারণে মরেও শান্তি নাই। তদন্ত শব্দের জন্য কবর থেকে লাশ পর্যন্ত তুলে অানা হয়! বুঝেন ঠেলা! বিশ্ববিদ্যালয়ে মারামারি,নৌকা/জাহাজ ডুবি,গাড়ি চাপায় মৃত্যু,ক্ষমতাসীন/বিরোধী দলের ষড়যন্ত্র,হত্যা,রাহাজানি,লুটপাট সব কিছুই তদন্তের নামে জায়েজ করা হয়! এই শব্দটাই যেন অন্যায়ের রক্ষাকারী! এই শব্দটার মাধ্যমে সর্বদাই এক শ্রেণীকে বিশেষ অন্যায় সুবিধা প্রদান করা হয়। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। অনেক অন্যায় ও কুকর্ম এই শব্দের নিচে চাপা পড়ে নিভৃতে কান্নাকাটি করে! উদাহরণ- অাপনি রাস্তা দিয়ে হাঁটাহাটি করছেন।এমন সময় একটা গাড়ির ধাক্কায় অাপনার মৃত্যু হলো।অাপনার মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করল।কিন্তু অাদৌও কি এর কোন প্রয়োজন ছিল? অামার মনে হয় এ মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা নিষ্প্রয়োজন। তারপরও মানলাম সঠিক ঘটনা জানার জন্য তদন্ত প্রয়োজন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে- রকেট গতিতে যে তদন্ত কমিটি গঠন করা হয় তার কার্যক্রম কেন কচ্ছপ গতিতে চলে? অধিকাংশ তদন্তের রিপোর্ট প্রকাশিত হয় না।প্রকাশিত রিপোর্ট নিয়েও প্রশ্ন করা যায়! অাসলে অধিকাংশ সময় তদন্তের নামে মূল ঘটনাকে অাড়াল করা হয়। শুরু হয় নোংরামির প্রতিযোগিতা! গতকাল কমলাপুর রেলের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে।এতে ৬ জন নিহত ও অনেকে অাহত হয়েছেন।মাননীয় মন্ত্রী এসে তদন্ত শব্দের অাশ্রয় নিয়ে দায়মুক্ত হয়েছেন। ফলাফল=শূন্য! সাগর-রুনি হত্যা মামলার মতো এমন অসংখ্য অালোচিত মামলা তদন্ত নামক শব্দটির বেড়াজালে লুটোপুটি খাচ্ছে! তদন্ত নামক বিভীষিকা থেকে মুক্তি চাই।
Posted on: Tue, 30 Dec 2014 11:51:17 +0000

Trending Topics



onnections with Angkor
There exists a vacancy for a partly qualified accountant with 3-4
“If New Orleans is not fully in the mainstream of culture,

Recently Viewed Topics




© 2015