তুমি আসবে বলেই _____Tumi Aasbe - TopicsExpress



          

তুমি আসবে বলেই _____Tumi Aasbe Bolei আকাশ মেঘলা _____Akash Meghla বৃষ্টি এখনো হয় নি, _____Bristi Ekhono Hoyni, তুমি আসবে বলেই _____Tumi asbe bolei কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি। _____Krishno churar foolgulo jhore jayni. তুমি আসবে বলেই। _____Tumi asbe bolei. তুমি আসবে বলেই _____Tumi asbe bolei অন্ধ কানাই বসে আছে গান গায়নি, _____Andho kanai boshe ache gan gayni, তুমি আসবে বলেই _____Tumi asbe bolei চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। _____Chowrastar Policeta ghoosh khayni. তুমি আসবে বলেই। _____Tumi asbe bolei তুমি আসবে বলেই _____Tumi asbe bolei জাকির হোসাইন ভুল করে ফেলে তালে, _____Jakir Hosain Bhool kore fele Tale, তুমি আসবে বলেই _____Tumi asbe bolei মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। _____Mookkho Montri Choomoo Khelo Streer Gale. তুমি আসবে বলেই _____Tumi asbe bolei সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে, _____Sonali Swapno Veer Kore Ashe Chokhe, তুমি আসবে বলেই _____Tumi asbe bolei আগামী বলছে দেখতে আসবো তোকে। _____Agamee Bolche Dekhte Ashbo Toke. তুমি আসবে বলেই, ______Tumi asbe bolei, তুমি আসবে বলেই ______Tumi asbe bolei আমার দ্বিধারা উত্তর খুজে পায়নি, _____Amar Didhara Uttor Khunje Payni, তুমি আসবে বলেই _____Tumi asbe bolei দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। ______Deshta Ekhono Gujrat Hoye Jayni. তুমি আসবে বলেই। ______Tumi asbe bolei. তুমি আসবে বলেই ______Tumi asbe bolei সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, ______Santrashbad Gootiye Niyeche Thaba, তুমি আসবে বলেই ______Tumi asbe bolei জ্যোতিষ ছেড়েছে কতনা ভণ্ড বাবা। _______Jotish chereche Katona Vando Baba. তুমি আসবে বলেই ______Tumi asbe bolei পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, ______Parar Meyera Mookh kore ache Var তুমি আসবে বলেই ______Tumi asbe bolei ঈষাণ কোণেতে জমেছে অন্ধকার। ______Eeshan Konete jomeche Andhokar. তুমি আসবে বলেই, _____Tumi asbe bolei, তুমি আসবে বলেই _____Tumi asbe bolei বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, _____Bakhate Cheleta Sheesh Dite Dite Deyni, তুমি আসবে বলেই ______Tumi asbe bolei আমার কলম এখনো বিক্রি হয়নি। ______Amar Kalom Ekhono Bikri Hoyni. তুমি আসবে বলেই। _____Tumi asbe bolei. Singer : Nachiketa Chakraborty Composer : Nachiketa Chakraborty Lyricist : Nachiketa Chakraborty
Posted on: Tue, 13 Jan 2015 20:51:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015