তুমি কতবেশী পরিশ্রম - TopicsExpress



          

তুমি কতবেশী পরিশ্রম করলা, কত সময় ধরে পড়াশুনা করলা, এটা মোটেও মূখ্য বিষয় নয়। বরং তুমি কতটুকু জানো, এটাই মূখ্য বিষয়। সবাই পরীক্ষায় খারাপ করার পর ভাগ্যকে দোষারোপ করে। ইশ, এত পড়লাম!!তাও রেজাল্ট খারাপ হল। লাক টাই খারাপ!! এইরকম যারা ভাবছ, তারা নিজেকে প্রশ্ন কর, পরীক্ষার জন্যে যা যা জানা উচিত ছিল, তুমি কি সব জানতে?? উত্তর যদি নেতিবাচক হয়। তবে, ভাগ্যকে দোষারোপ করার কোন সুযোগ নেই। সুতরাং, তোমরা এমন পরিশ্রম কোরো না, যাতে তোমাদের পড়ায় গ্যাপ থেকে যায়। হ্যাপি স্টাডিং দেখা হবে বিজয়ে!! _______________ লিখা :একজন হিমু _______________ বি : দ্র :নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অমর বাণী পেতে 文文হিমু এবং হুমায়ুন আহমেদ 文文 পেইজে যোগ দিন ।
Posted on: Mon, 10 Nov 2014 11:57:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015