তুমি দূরে থাকো ততটুকু - TopicsExpress



          

তুমি দূরে থাকো ততটুকু দূরে যে দূরত্বে হয়ে যাবে ম্লান তোমার আমার সম্পর্ক । যে দূরত্বে আমার কাল্পনিক হাত, তোমায় আলতো করে ছুঁয়ে দিতে পারে না । থাকো বহুদূরে, যে দূরত্বে আমার বেসুরো গান তোমার কান শুনবে না । থাকো তুমি দূরে, যে দূরত্বে আমার আর্তনাদ তোমার করুণা খুঁজে পায় না । আরো দূরে থাকো, যে দূরত্বে আমার ভালোবাসা তোমায় শিহরিত করবে না । তুমি দূরে থাকো যে দূরত্বে আমার ছায়াও তোমায় মাঁড়াতে হবে না । তুমি ভালো থাকো ততটুকু ভালো, যতটুকু খারাপ থাকতে আমি পারি । (y) Smell of Love ভালোবাসার ঘ্রাণ™ ♡ḱashiℱ..Ḓửḃᾶἶ♡
Posted on: Fri, 08 Nov 2013 22:10:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015