তুরস্ক সম্ভবত আর কখনোই - TopicsExpress



          

তুরস্ক সম্ভবত আর কখনোই ইইউতে যোগ দেয়ার চেষ্টা করবে না : তুর্কি আলোচক ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের প্রধান আলোচক ও ইইউ বিষয়ক মন্ত্রী এজিমিন বাগিস বলেছেন, তুরস্কের ব্যাপারে এই জোটের সদস্যদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আঙ্কারা সম্ভবত আর কখনো ইইউতে যোগ দেয়ার চেষ্টা করবে না। এর মধ্য দিয়ে ইইউতে যোগ দেয়ার তুরস্কের এক দশকব্যাপী প্রচেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে বলে প্রথম তুরস্কের পক্ষ থেকে স্বীকার করে নেয়া হলো। রয়টার্স, আলআহরাম। ইইউ বিষয়ক মন্ত্রী এজিমিন বাগিস শনিবার লন্ডনের টেলিগ্রাফ পত্রিকাকে লেখা এক নিবন্ধে বলেন, তুরস্ক নরওয়ের মতো ইইউ মার্কেটেও বিশেষ প্রবেশাধিকার লাভের ব্যাপারে আলোচনা করবে। তিনি বলেন, তুরস্কের ইইউ সদস্যপদ লাভের চেষ্টা ও সম্প্রতি অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার ব্যর্থ চেষ্টা উভয়ের পেছনে দেশটির ব্যাপারে ইউরোপীয় এ জোটের সদস্যদের বিরোধাত্মক ধারণা কাজ করেছে। তিনি অবশ্য দেশগুলোর নাম উল্লেখ করেননি। বাগিস বলেন, তাদের এ কথা বোঝা উচিত, তারা আমাদের কোণঠাসা করার মাধ্যমে আমাদের নয় বরং নিজেদেরই ক্ষতিগ্রস্ত করছে। ইইউর সবচেয়ে প্রভাবশালী দুই সদস্য জার্মানি ও ফ্রান্স সব সময়ই খ্রিষ্টান দেশগুলোর এ জোটে মুসলিম তুরস্কের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, তাদের ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য ও সাত কোটি ৬০ লাখ জনসংখ্যার এ বিরাট দেশটির আকারের কারণে এ জোটের সাথে দেশটির ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। গত জুলাইয়ে জার্মানির অর্থমন্ত্রী উলফগ্যাং শয়েবল স্পষ্ট ভাষায় ইইউতে তুরস্কের যোগদানের বিরোধিতা করে বলেন, তুরস্ক ইউরোপের অংশই নয়। -রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩, ০৩:৫৯ অপরাহ্ন :নয়া দিগন্ত ডেস্ক
Posted on: Mon, 23 Sep 2013 01:03:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015