থ্যালাসেমিয়া - TopicsExpress



          

থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এন্ড সাপোর্ট পার্টনারস এর আয়োজনে বাংলাদশে থ্যালাসেমিয়া সমিতি,সোসাইট ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস (এস.ট.এ) এবং এ্যাকটিভ সিটিজেনেস স্পন্দন এর সহায়তায় যুব সমাজকে রক্তদানে উৎসাহিত করতে এবং থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করতে ২১শে জুন, ২০১৪ আশা ইউনিভার্সিটি (শ্যামলি) থেকে শহীদ মিনার পর্যন্ত একটি বাই-সাইকেল র্যােলী আয়োজন করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে আরও ছিল স্বল্প খরচে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার সুযোগ এবং সাইক্লিষ্টদের মধ্যে প্রশংসাপত্র বিতরণ অনুষ্ঠান। থ্যালাসেমিয়া একটি বংশগত মারাত্মক রক্তশূন্যতার রোগ যার কারণে রোগীর শরীরে প্রয়োজনীয় লোহিত রক্তকণিকা তৈরি হয় না। নিয়মিত রক্ত না দেয়া হলে থ্যালাসেমিয়া রোগীরা অকালেই মৃত্যু বরন করে। চিকিৎসা হিসেবে থ্যালাসেমিয়া রোগীকে আজীবন নিয়মিত রক্ত গ্রহণ, ব্যয়বহুল ওষুধ এবং বেদনাদায়ক ইঞ্জেকশান এর উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। বাংলাদেশে প্রতিদিন গড়ে ২০ জন শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহন করছে এবং বর্তমানে আমাদের দেশে এই রোগীদের সংখ্যা প্রায় ৪ লাখেরও বেশি। থ্যালাসেমিয়া রোগীরা মূলত রক্ত পরিসঞ্চালনের উপর নির্ভর করেই বেঁচে থাকে তাই এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং এই বিপুল পরিমাণ রক্ত সংগ্রহে সবার অংশগ্রহণ। রক্তদাতাদের একটি বিরাট অংশই তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং এদেরই থ্যালাসেমিয়া রোগটিকে পরবর্তী প্রজন্মের কাছে বহন করে নেয়ার ঝুঁকি বেশি। এই উদ্যোগে আয়োজিত সাইকেল র্যা।লিটি আশা ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ শহীদ মিনারে, আশা ইউনিভার্সিটি তে র্যা লিটির উদবধন করেন আশা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ ডালিম চৌঃ বর্মণ। শহীদ মিনারে আয়োজনটি শেষ হয় সাইক্লিস্টদের প্রসংশাপত্র বিতরনের মধ্য দিয়ে, প্রসংশাপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ আ আ ম স আরেফীন সিদ্দিকি। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, সোসাইটি ফর থ্যলাসিমিয়া অ্যাওারনেস (এস.টি.এ) ও এ্যাকটিভ সিটিজেনেস স্পন্দন এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted on: Wed, 16 Jul 2014 15:33:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015