দেখে নিন কিভাবে SMS এর - TopicsExpress



          

দেখে নিন কিভাবে SMS এর মাধ্যমে PSC,JSC এবং JDC এর ফলাফল পাবেন ============================================= ======= আগামি কাল PSC,JSC এবং JDC এর ফলাফল প্রকাশ করা হবে।আমাদের অনেক ছোট ভাই বোন আছেন যারা PSC,JSC এবং JDC এর পরিক্ষা দিয়েছেন। যানিনা কে কেমন পরিক্ষা দিয়েছে।যাইহোক যে যেমন পরিক্ষা দিয়েছে সে তেমন ফল পাবে। এই বছর দুটি পরীক্ষায় এবার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে। প্রাথমিক শিক্ষা (PSC) এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ- DPEআপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন। উদাহরন সরুপঃ-DPE 22327 435675 and send to 16222 মাদ্রাশা বোর্ড এর জন্যঃ- EBTআপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন। উদাহরন সরুপঃ-EBT 71657 765643 and Send To 16222 জে এস সি ও জে ডি সি এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ- JSC স্পেস আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন। উদাহরন সরুপঃ- JSC DHA 123456 and Send to 16222 মাদ্রাশা বোর্ড এর জন্যঃ- JDC স্পেস মাদ্রাশা বোর্ডএর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন উদাহরন সরুপঃ- JDC MAD 123456 and Send to 16222 বাংলাদেশ এর সকল মোবাইল অপোরেটর থেকে এই এস এম পাঠাতে পারবেন। 4 hrs · Public Report 35 people like this. তারা ভরা রাত tnx Like · Report · 2 hours ago Write a comment... Comment Attach a Photo · Mention Friends GROUP MENU Discussion Info Add Member Members 63580 Photos 5009 Events Files 2 Install Facebook on your A288t and browse faster Search Help Settings & Privacy Go to m.facebook Report a Problem Terms & Policies Log Out (Mamun B Saidi Alam) Non-Stop Facebook at 9 Tk! Back To Top Photo
Posted on: Mon, 29 Dec 2014 20:10:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015