দেখলাম। বেশ ভালো লেগেছে। - TopicsExpress



          

দেখলাম। বেশ ভালো লেগেছে। :) Dr. Edward Newgate নামের একজন ট্রেনি এলিয়েনিস্ট (সাইক্রিয়াটিস্ট) তাঁর ট্রেনিং এর জন্য ‘Stonehearst Asylum’ নামের একটি সাইক্রিয়াটিক ইন্সটিটিউশনে আসেন। সেখানে তাঁর সাথে পরিচয় হয়, Eliza Graves নামের অনন্য সুন্দরী এক প্যাশেন্ট এর। আস্তে আস্তে ওই প্যাশেন্ট এর প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। এর মাঝেই তিনি আবষ্কার করেন, এই মেন্টাল ইন্সটিটিউশনের অজানা এক রহস্যের ভীতিকর কাহিনী। অভিনয় করেছেন, Kate Beckinsale, Jim Sturgess, Ben Kingsley, Michael Caine, David Thewlis, Brendan Gleeson এর মত বিখ্যাত তারকারা। Jim Sturgess আমার দেখা অন্যতম আন্ডাররেটেড একজন অভিনেতা। তাঁর অভিনীত One Day, Upside Down, 21 - সবগুলোই বেশ ভালো মুভি। এই মুভির নামও এর সাথে তালিকায় যুক্ত হল। প্লটের কিছুক্ষন দেখলে মনে হবে, এটা মেডিকেল ড্রামা। কিছুক্ষণ দেখলে সাইকোলজিক্যাল থ্রিলার। তবে, আমার কাছে এটার জনরা মনে হয়েছে, রোমান্টিক ড্রামা। কেননা, সব কিছু ছাপিয়ে Eliza’র প্রতি Dr. Edward Newgate এর ভালবাসাই এখানে বড় হয়ে ওঠে। সিনেম্যাটোগ্রাফি আর সাউন্ডট্র্যাক চমৎকার। মুভির সবচেয়ে আকর্ষণীয় দিক হয়েছে, মুভির ঠিক মাঝে এবং একদম শেষের টুইস্ট দুটো। বেশ ইন্টারেস্টিং ছিল। শেষের টুইস্টটি The Illusionist এর টুইস্টের কথা মনে করিয়ে দেয়। দেখতে পারেন...:) imdb/title/tt1772264/
Posted on: Sun, 04 Jan 2015 08:24:35 +0000

Trending Topics



tyle="min-height:30px;">
Egyet magyarázzon már meg valaki!! Van olyan mutyibolt ahol
Speaking with my Fam at Save The Kids with Dr. Anthony J. II
Today one of the top economists in the world warned King World
Married Women:- There was a group of women gathered at a seminar
Kurt Kinetic Rock & Roll Pro & Turntable Riser Ring XHNH4YN

Recently Viewed Topics




© 2015