দাদাকে এইমাত্র দাফন করে - TopicsExpress



          

দাদাকে এইমাত্র দাফন করে এলাম। আমার বাইশ বছরের জীবনে এই প্রথমবার কাউকে সরাসরি দাফন করতে দেখলাম,কারো কবরে নিজের হাতে মাটি দিলাম। একজন মানুষকে,প্রিয় একজন মানুষকে ধীরে ধীরে মাটি গ্রাস করে নিচ্ছে, দৃশ্যটা যে কতটা অপার্থিব সেটা বোঝানোর মত ক্ষমতা আমাকে দেয়া হয়নি। তবে এতটুকু বুঝেছি,একজন নাস্তিক যদি কয়েকটা মিনিটের জন্য তাদের সংকীর্ণ মানসিকতাকে এক পাশে রেখে খোলা মনে এই দৃশ্য দেখে, সে আস্তিক হয়ে যাবে।
Posted on: Tue, 13 Aug 2013 06:13:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015